IPL-এ আসছে নতুন নিয়ম! কোন নিয়ম পরিবর্তন হচ্ছে?
IPL কর্তৃপক্ষ এমন ব্যবস্থা করছেন যার মাধ্যমে IPL প্রতিযোগিতায় এবার থেকে অনেক তাড়াতাড়ি এবং সঠিক সিদ্ধান্ত গৃহীত হবে। এর পূর্বে বলবৎ ছিল DRS (Decision Review System)। তবে এবার থেকে IPL খেলায় দেখা মিলবে SRS (Smart Replay System)-এর।
পরিবর্তিত হচ্ছে কোন নিয়ম?
এবার থেকে থার্ড আম্পায়ারের ঘরে বসতে দেখা যাবে হক-আই প্রযুক্তিবিদদের। সেখানে তাঁদের থেকে সরাসরি তথ্য সংগ্রহ করবেন থার্ড আম্পায়ার। এর পূর্বের অবধি হক-আই প্রযুক্তিবিদ এবং থার্ড আম্পায়ারের মাঝে অবস্থান করতেন সম্প্রচারক সংস্থার একজন ব্যক্তি। বর্তমানে ওই ব্যক্তিকে আর হক-আই প্রযুক্তিবিদ এবং থার্ড আম্পায়ারের মাঝে রাখা হবে না।
এজন্য থার্ড আম্পায়ার অধিক দ্রুততার সঙ্গে বেশি তথ্য সংগ্রহ করতে পারবেন। এর ফলে আম্পায়ারের কাছে একই সময়ে দুটি ছবি দেখার সুযোগ থাকবে যেটির সুযোগ এর পূর্বে ছিল না।
এজন্য অনেক তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন থার্ড আম্পায়ার। একই সাথে দুটি ছবি দেখার সুযোগ থাকায় সিদ্ধান্ত গ্রহণের সুবিধা হবে আম্পায়ারদের। অনুমান করা হচ্ছে যে, স্টাম্প, ক্যাচ, রান আউট, বাউন্ডারি ৪টি সিদ্ধান্ত খুব সহজে নিতে পারবেন আম্পায়ার। এর সাথেই সম্প্রচারের সময় দর্শকরা শুনতে পাবেন থার্ড আম্পায়ার এবং হক-আই প্রযুক্তিবিদের কথোপকথন।
আরও পড়ুন👉: Jio-এর সবচেয়ে সস্তা প্ল্যান! ১০০ টাকার কমেই পেয়ে যাবেন এইসব সুবিধা
T-20 ক্রিকেট ম্যাচ দ্রুতগতিতে খেলা হয়। তাই T20 খেলায় এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেক তাড়াতাড়ি খেলাটি পরিচালনা করা যাবে বলে অনুমান করা হচ্ছে। ব্রিটিশ ক্রিকেট বোর্ড ‘দ্য হান্ড্রেড’-এ উক্ত প্রযুক্তি কাজে লাগানো হয়েছে। যদিও এই নতুন প্রযুক্তি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড আম্পায়ারদের প্রশিক্ষণ দিচ্ছে।
আরও পড়ুন👉: আর টাকার চিন্তা থাকবে না ভবিষ্যতে, LIC-র এই ২টি পলিসি দিচ্ছে বিরাট সুবিধা !
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: House Building Rules: কলকাতায় বাড়ি তৈরি হবে আরও সহজে! নিয়মে বদল আনছে পৌর নিগম