Reliance Jio: 4G বা 5G নয়, এবার কথা যাবে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে! বড় পরিকল্পনা রিলায়েন্স-এর
(১/৬) Reliance Jio: অধিকাংশ মানুষ এখন 5G পরিষেবা ব্যবহার করতে শুরু করেছে। কারণ ভারত সহ অন্যান্য বিভিন্ন জায়গায় ফাইভ-জি পরিষেবা চালু হয়ে গিয়েছে। কিন্তু এরই মাঝে টেলিকম দুনিয়ায় আরো একটি বিস্ময়কর ঘটনা ঘটতে চলেছে। যেটার প্রাপ্তির কথা মানুষ হয়তো কল্পনাতেও ভাবেনি। সম্প্রতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স জিও (Relaence Jio) সংস্থা জানিয়েছে যে এবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে কথা বলা যাবে।
(২/৬) সূত্রের একটি খবর অনুযায়ী জানা গেছে যে রিলায়েন্স টেলিকম সংস্থা (Relaence Telicom) খুব শীঘ্রই স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ পরিষেবা শুরু করতে পারে। জানা গেছে এই পরিষেবা গ্রহণের জন্য রিলায়েন্স সংস্থা চলতি মাসেই ‘ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার (IN-SPACE)’ থেকে অনুমতি পেতে পারে।
(৩/৬) এই অনুমতি পাওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র রিলায়েন্স সংস্থা IN-SPACE-এ জমা করে দিয়েছে। দেশের মহাকাশ খাতের নিয়ন্ত্রক হলো ‘ইন-স্পেস’। ভারতে যদি কোন ধরনের গ্লোবাল স্যাটেলাইট ব্যান্ড উইথ যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হয় তাহলে তার জন্য এর অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।
(৪/৬) তবে এই অনুমতি পাওয়া যথেষ্ট কষ্টসাধ্য। স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস সেটআপ করার জন্য ‘ইন-স্পেস’-এ থেকে খুব সহজে অনুমতি পাওয়া যায় না। এই অনুমতি পেতে গেলে কেবলমাত্র একটি বিভাগের অনুমোদন নিলে হয় না, অনেক মন্ত্রকের অনুমতি ও নিরাপত্তা বা ছাড়পত্র পাওয়া জরুরি। তবে রিলায়েন্স জিও সংস্থার অনুমোদনের জন্য ইন-স্পেস চেয়ারম্যান কোনও ধরনের মন্তব্য প্রকাশ করতে চাননি।
(৫/৬) প্রসঙ্গত উল্লেখ্য, একটি সূত্রের খবর মারফত জানা গেছে যে ভারতে যেহেতু ইতিমধ্যেই রিলায়েন্স জিও সংস্থা 5g পরিষেবা চালু করেছে। তাই এই সংস্থার মতো ভারতের অন্যান্য সংস্থাগুলিও ৫জি পরিষেবা লঞ্চ করার কথা ভাবছে।
(৬/৬) ভারতী এয়ারটেল, ইলন মাস্কের (Elon Musk) স্টারলিঙ্ক, অ্যামাজন এবং টাটা এই সংস্থাগুলি ভারতে ফাইভ জি পরিষেবা লঞ্চ করার প্রয়াস শুরু করেছে। এর মধ্যে ভারত এয়ারটেল ইতিমধ্যেই তাদের সেক্টরে ওয়ানওয়েব পরিষেবা চালু করেছে। ইলন মাস্কের স্টারলিঙ্কও (Starlink) শীঘ্রই এমন একটি পরিষেবা চালু করবে বলে জানা গেছে।
- Tech News দেখতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।