মোট 2.34 কোটি টাকা জরিমানা ১৮,০০০ জনেরও বেশি শিক্ষককে! কারণ জানলে অবাক হবেন
সাধারণত পরীক্ষার খাতায় কম নম্বর এলে পড়ুয়াদের দোষী মনে করা হয়। কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় শিক্ষকদেরও ভুল থেকে যায় যারা পরীক্ষার খাতা দেখে থাকেন। গত ৪ বছরের মধ্যে যারা উত্তরপত্রের গ্রেডিংয়ের দায়িত্বে নিযুক্ত ছিলেন তাদের মধ্যে ১৮০০ জনেরও বেশি শিক্ষক উত্তরপত্র মূল্যায়নের সময় কিছু উত্তর ভুল দেখেছিলেন। যার কারনে মোট ২.৩৪ কোটি টাকার জরিমানার সম্মুখীন হতে হয়েছে।
২০১৮ থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত মোট ১৮৭৭৮ জন শিক্ষক এই ভুল করায় তাদের শাস্তি দেওয়া হয়েছে। তাদের উত্তরপত্র মূল্যায়ন করার সময় ভুলের কারণে মোট ২,৩৪,৪৭,২১৩ টাকা জরিমানার মুখোমুখি হতে হয়েছে। এই পরিস্থিতির শিকার হয়েছে গুজরাট রাজ্য।
উত্তরপত্রের মূল্যায়ন করার সময় যদি কোন শিক্ষক ভুল করে তাহলে তার জন্য তাকে ১০০ টাকা জরিমানা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হয় গুজরাট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (GSHSEB) কে।
শিক্ষকদের ভুলের মধ্যে ৩০ শতাংশই ছিল নম্বরের ভুল গণনা করার জন্য। গণিত এবং বিজ্ঞানের কোনো শিক্ষক যদি মূল্যায়নের সময় এসব ভুল করে থাকেন তাহলে তাদের প্রধানত শাস্তি দেওয়া হয়। এইরকম ভুল করেছেন প্রায় ১৫ শতাংশ শিক্ষক।
আরও পড়ুন👉: Madhyamik Result 2024: এই সময়ের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট! নম্বর দেওয়া নিয়ে বড় নির্দেশ পর্ষদের!
শিক্ষকদের খাতা পড়ুয়ার সামনে দেখানোর পর তারা যখন পুনর্মূল্যায়নের জন্য আবেদন করে তখন শিক্ষকদের সেই ভুলগুলো প্রকাশ পায়। এই মূল্যায়ন প্রক্রিয়া দুটি ধাপে হয়ে থাকে। প্রথমে শিক্ষকদের মাধ্যমে একটি প্রাথমিক মূল্যায়ন করা হয় তারপরে একজন মডারেটর দ্বারা সেটি চেক করা হয়। এই বছর দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার জন্য মোট ৭৫,০০০ টিরও বেশি শিক্ষক প্রায় ৮১ লাখ উত্তরপত্র মূল্যায়ন করেছেন।
গুজরাট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (GSHSEB)-এর ভাইস চেয়ারম্যান দীনেশ প্যাটেল (Dinesh Patel) এই বিষয়ে জানান যে, “বোর্ড মূল্যায়নে ভুল করে এমন শিক্ষকদের তলব করে জরিমানা আরোপ করা হয়। তবে এই ত্রুটিগুলি অনিচ্ছাকৃত। উল্লেখযোগ্যভাবে, গত এক বছরে ভুলের সংখ্যা হ্রাস পেয়েছে।”