ফ্রি-তে iPhone 15 দিচ্ছে Paytm! এভাবে নিন ফায়দা

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৪) কম-বেশি সকলেই চায় Apple কোম্পানির iPhone কিনতে। কিন্তু iPhone-এর আকাশছোঁয়া মূল্যের কারণে অনেকেরই নাগালের বাইরে থাকে ফোনটি। সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরেই থাকে ফোনটির বাজার মূল্য। তবে এবার এসে গেলো তার মুশকিল আসন। আপনার ভাগ্য যদি ভালো থাকে তবে আপনি পেতে পারেন iPhone 15 ফোনটি। বিশ্বাস না হলেও কথাটি সত্যি। তবে এর জন্য দরকার Paytm অ্যাপটি।

(২/৪) স্বাভাবিক প্রশ্ন উঠে এই অ্যাপটি কি কাজে লাগবে? আর কিভাবেই বা পাবেন iPhone? সম্প্রতি Paytm সংস্থার তরফ থেকে চালু করা হয়েছে এখানে দারুন অফার। উক্ত অফারের মাধ্যমে আপনি ৫০০ টাকা অবধি ক্যাশব্যাক (Cashback) থেকে iPhone 15 ফোনটি জিতে নিতে পারেন। প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে Paytm গ্রাহকদের জন্য এই বিশেষ অফারটি চালু করা হয়েছে। আপনি কয়েকটি ধাপ পার করতে পারলেই পেয়ে যাবেন iPhone বা ৫০০ টাকা অবধি ক্যাশব্যাক।

এভাবে জিততে পারেন iPhone 15

(৩/৪) Paytm অ্যাপটি থেকে আপনার পরিবার ও পরিচিতদের একটি গেম খেলতে বলার মাধ্যমে স্ট্যাম্প কালেক্ট করতে হবে। Paytm ইউজার সবকটি স্ট্যাম্প অর্থাৎ ১৬ টি স্ট্যাম্প কালেক্ট করতে পারবেন তিনি জিতে নিতে পারবেন iphone 15-এর সঙ্গে ৫০০ টাকা অবধি ক্যাশব্যাক অফারটি। ৩১ জানুয়ারি অবদি Paytm-এ এই আকর্ষণীয় অফারটি বলবৎ থাকবে। যদিও জনপ্রিয় দুটি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম Phone Pay এবং Google Pay-এর তরফ থেকে এমনও কোনো চমকপ্রদ অফার চালু করা হয়নি।

আর কী কী করতে হবে?

(৪/৪) Paytm-এর মাধ্যমে গেমটি শেষ করতে শুধুমাত্র সাধারণ মাধ্যমে অথবা ক্রেডিট কার্ডের (Credit Card) মাধ্যমে টাকার লেনদেন করতে হবে। প্রত্যেকবার পেমেন্ট শেষে আপনি একটি কার্ড পাবেন এবং উক্ত পেমেন্টের মাধ্যমে বন্ধুকে ইনভাইট করার জন্য কিছু ডাক টিকিটও সংগ্রহ করতে পারবেন। কিন্তু আপনি যদি ৩১ জানুয়ারির মধ্যে ১৬টি স্ট্যাম্প সংগ্রহ করতে অক্ষম হন তবে আপনার সংগৃহীত স্টাম্প গুলি কোনো কাজে আসবে না। এই কথাটি অবশ্যই স্মরণে রাখবেন।

আরও পড়ুন: Business Idea: কোটি টাকা আয় করুন এই ব্যবসা করে! দরকার পড়বে না চাকরি করার

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন: SVMCM Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ও কী ভাবে পাবেন? বড় সিদ্ধান্ত রাজ্যের

আরও পড়ুন: সামনে বড় বিপদ স্মার্টফোন গেমারদের! সতর্কতা জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক