PAN Card Rules: প্যান কার্ডে এই ভুল করলেই জরিমানা! জানিয়ে দিল আয়কর বিভাগ
(১/৫) বর্তমান সময়ে প্যান কার্ড (Pan Card) হল একটি গুরুত্বপূর্ণ নথি। আর্থিক লেনদেন সহ একাধিক কাজের ক্ষেত্রে এটি প্রয়োজন হয়। আয়কর বিভাগের তরফ থেকে এই প্যান কার্ড (Pan Card) ভারতীয় নাগরিকদের দেওয়া হয়ে থাকে। এই প্যান কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেনের হিসাব রাখা হয়। এমনকি প্যান কার্ডের দ্বারাই আয়কর জমা করা হয়। তবে এই প্যান কার্ডের জন্য কিছু নিয়ম জারি করা হয়েছে যেগুলি সকল নাগরিককে মেনে চলতে হবে আজ এই প্রতিবেদনে আমরা সেই বিষয়ে জানাবো। চলুন জেনে নেওয়া যাক।
(২/৫) দেশের প্রতিটি সাবালক বা সাবালিকা সকলেই নিজের নামে প্যান কার্ড (Pan Card) তৈরি করতে পারে। তবে একজন ব্যক্তির নামে দুটি প্যান নম্বর থাকতে পারেনা এটি হলো বেআইনি। কেউ যদি আয়কর দপ্তরকে আড়াল করে ডুপ্লিকেট প্যান কার্ড রাখে তাহলে ধরা পড়লে তার শাস্তি হতে পারে।
(৩/৫) একজন ব্যক্তির নামে সাধারণত একটি প্যান নাম্বার ইস্যু করা হয়ে থাকে তবে কখনো কখনো একাধিক আবেদন মঞ্জুর হয়ে যায়। আপনার ক্ষেত্রে যদি এমন হয়ে থাকে তাহলে সময় নষ্ট না করে দ্রুত আয়কর দপ্তরকে এই বিষয়ে অবগত করানো দরকার। দ্বিতীয় প্যান কার্ডটি বাতিল করা প্রয়োজন। না হলে আয়কর দপ্তর কর্তৃক আপনি যদি ধরা পড়েন তাহলে আপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
(৪/৫) এমন অনেক মানুষ রয়েছে যারা একাধিক প্যান কার্ডকে (Pan Card) হাতিয়ার করে বিভিন্ন জালিয়াতির ঘটনাগুলি সৃষ্টি করছে। তাই ডুপ্লিকেট প্যান কার্ড থাকলে কেউ যদি ধরা পড়ে তাহলে আয়কর দফতরের তরফ থেকে কঠিন সাজা সহ সেই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
(৫/৫) প্যান কার্ডে (Pan Card) আবেদন করতে গিয়ে একাধিক আবেদন মঞ্জুর হয়ে যদি আপনার ক্ষেত্রে এমন হয় যে দুটি প্যান কার্ড চলে এসেছে তাহলে সময় নষ্ট না করে দ্রুত আয়কর দপ্তরকে এই বিষয়টি জানান। এতে আপনি আইনত শাস্তি ও জরিমানা এড়াতে পারবেন।