PM Scholarship: মাসে ৩০০০ টাকা করে বৃত্তি ৫৫০০ শিক্ষার্থীকে দেবে সরকার, এভাবে আবেদন করুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

PM Scholarship: মাদের দেশে এখনো এমন অনেক পরিবার রয়েছে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। উপযুক্ত অর্থের অভাবে তারা উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে না। সরকার এই সমস্ত পরিবারের কথা ভেবে তাদের উচ্চশিক্ষা যাতে বন্ধ না হয় তার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ চালু করেছে।

বর্তমানে স্কলারশিপগুলির মাধ্যমে পড়ুয়ারা উপকৃত হচ্ছে। আজ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে তেমন একটি প্রকল্প ব্যাপারে আপনাদের জানাবো। কেন্দ্রীয় সরকার পরিচালিত এই প্রকল্পটির নাম হল পিএম স্কলারশিপ স্কিম (PM Scholarship Scheme)। এই প্রকল্পে আবেদন করলে অনেক টাকা পর্যন্ত অনুদান পাবেন। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা নিয়ে যেন হতাশ না হয় কেন্দ্রীয় সরকার অর্থ সাহায্যে যাতে তারা নিজেদের পড়াশোনার কাজ ভালোভাবে চালিয়ে যেতে পারে তার জন্য সরকারের সামরিক দপ্তর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

সরকার এই স্কলারশিপ স্কিমের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করবে। সাধারণত প্রতিবছর মোট ৫৫০০ জন শিক্ষার্থী (২৭৫০ পুরুষ২৭৫০ মহিলা) এই স্কিমের জন্য নির্বাচন করা হয়। ছেলে ও মেয়েদের পৃথক আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

মহিলা শিক্ষার্থীদের প্রতি মাসে ৩০০০ টাকা এবং পুরুষ শিক্ষার্থীরা প্রতি মাসে ২৫০০ টাকা দেওয়া হয়। এই টাকা শিক্ষার্থীরা ততদিন পাবে যতদিন তারা যে কোর্সে অধ্যয়ন করছে সেটি না শেষ হয়ে যায়।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এক্ষেত্রে সবাই এই স্কলারশিপের জন্য মনোনীত হবে না। কয়েকজন নির্দিষ্ট পড়ুয়া এই বৃত্তি লাভ করতে পারবে। যারা দ্বাদশ শ্রেণী বা ডিপ্লোমা বা স্নাতক পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে পাস করেছে শুধুমাত্র তারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে।

এছাড়াও আবেদনকারীদের অবশ্যই AICTE বা UGC দ্বারা স্বীকৃত একটি প্রতিষ্ঠান বা কলেজের পড়ুয়া হতে হবে। এর সঙ্গে সঙ্গে প্রাক্তন সেনা বা উপকূলরক্ষী কর্মী বা মৃত ব্যক্তির সন্তান এবং বিধবারা এই বৃত্তির পাওয়ার যোগ্য। যারা বিদেশে অধ্যয়নরত অবস্থায় রয়েছে সেই শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে না।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

এই স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীদেরপ্রয়োজনীয় নথিগুলি লাগবে সেগুলি হল নিম্নরূপ-

  1. দ্বাদশ বা ডিপ্লোমা বা প্রি-গ্র্যাজুয়েশন মার্কশিট
  2. মাধ্যমিক শংসাপত্র বা প্রবেশপত্র
  3. আধার কার্ড
  4. বোনাফাইড সার্টিফিকেট
  5. পাসপোর্ট আকারের ছবি
  6. ব্যাংকের পাস বই
  7. প্রাক্তন কোস্ট গার্ডের ব্যক্তিগত শংসাপত্র
  8. প্রথম পৃষ্ঠার ব্যাঙ্ক পাসবুক
  9. পার্ট-২ অর্ডার/পিওআর,
  10. পিপিও বা ইএসএম আইডেন্টিফিকেশন কার্ড
PM Scholarship scheme Central government will give 3000 rupees monthly scholarship to 5500 students

আবেদন প্রক্রিয়া? (Apply Process)

এই স্কলারশিপে আবেদন করতে হলে পড়ুয়াদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। সেন্ট্রাল আর্মি ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট https://ksb.gov.in/ থেকে আবেদন করতে পারেন। আবেদনপত্রের ফর্মটি ডাউনলোড করার পর সেটা উপযুক্ত তথ্য সহকারে পূরণ করতে হবে এবং এর সঙ্গে নিজের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে। সবশেষে আবেদন পত্র সঠিকভাবে পূরণ হয়ে গেলে সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ (Important Links)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

👉 Holidays in West Bengal: গোটা সপ্তাহ জুড়ে ছুটির ঘোষণা করা হলো, তালিকা দেখে নিন

👉 Gold Price Today: ধনতেরাসের আগে দাম কমে গেল সোনার, জেনে নিন আজকের বাজারদর

👉 ৪০,০০০ টাকা বেতনে পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগ চলছে, এভাবে আবেদন করুন (WBP Recruitment 2023)

👉 স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-তে চাকরির সুযোগ, এই ভাবে আবেদন করুন

👉 Duplicate Pan Card: ডুপ্লিকেট প্যান কার্ড কীভাবে পাবেন? পদ্ধতি জেনে নিন