Free Electricity: বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সুযোগ! রইলো আবেদন পদ্ধতি
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশব্যাপী জনগণকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হচ্ছে। দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্পটির নামকরণ করা হয়েছে ‘পিএম সূর্য ঘর’ প্রকল্প (PM Surya Ghar Yojana)। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পে আয়তাভুক্ত ব্যক্তিদের বাড়িতে সোলার প্যানেল বসিয়ে দেওয়া হবে।
এই প্রকল্পের আয়তাভুক্ত ব্যক্তিদের ভর্তুকিও প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে। উক্ত প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হবে আগ্রহী ব্যক্তিদের। এই প্রকল্পের মাধ্যমে ব্যক্তিরা বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার পাশাপাশি উপার্জন করতে পারবেন অর্থ। দেশব্যাপী প্রতিটি মানুষের ঘরে ঘরে সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সরকারের তরফ থেকে চালু করা হয়েছে এই প্রকল্পটি।
কেন্দ্রীয় সরকারের (Government Of India) তরফ থেকে এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদন জানাতে হবে। ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে উক্ত প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি পিআইবি-র প্রেসের রিপোর্ট অনুযায়ী, ‘পিএম সূর্য ঘর’ প্রকল্পের রেজিস্ট্রেশন এর জন্য জনগণকে সাহায্য করবে পোস্টম্যানরা।
পিএম সূর্য ঘর প্রকল্প (PM Surya Ghar Scheme) সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে https://pmsuryagarh.gov.in/ পোর্টালে গিয়ে দেখতে পারেন। উক্ত প্রকল্পের অধীনে কারা কারা আবেদন করতে পারবেন জানুন বিস্তারিত তথ্য।
আরও পড়ুন: Higher Secondary: বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস! বিষয়গুলিতে কী কী বদল ঘটছে?
কি এই বিনামূল্যে প্রধানমন্ত্রীর সৌর ঘর যোজনা?
কেন্দ্রীয় সরকারের (Government Of India) তরফ থেকে বাড়িতে বিনামূল্যে সোলার প্যানেল বসানো এবং বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হচ্ছে উক্ত প্রকল্পটি হল প্রধানমন্ত্রী সৌর ঘর যোজনা প্রকল্প। উক্ত প্রকল্পের আয়তনুক্ত প্রতিটি পরিবার বিনা অর্থ ব্যয়ে পাবে ৩০০ ইউনিট বিদ্যুৎ।
এই প্রকল্পে কত ভর্তুকি পাবেন?
সরকারি নির্দেশিকা অনুযায়ী, এই সময়ে বেঞ্চমার্ক মূল্যে একজন গ্রাহকে ১ কিলোওয়াট সিস্টেমের জন্য ৩০,০০০ টাকা ভর্তুকি পাবেন। ২ কিলোওয়াট সিস্টেমের জন্য ৬০,০০০ টাকা এবং ৩ কিলোওয়াট বা তার অধিক সিস্টেমের জন্য ৭৮,০০০ টাকা ভর্তুকি পাবেন ওই ব্যক্তি।
সহজেই পাবেন ঋণ:
কোনো ব্যক্তি যদি সোলার প্যানেল বসাতে চাই তবে তিন কিলোওয়াট অবধি বাড়িতে RTS সিস্টেম বসানোর জন্য স্বল্প সুদে জামানত ছাড়াই ৭ শতাংশ ঋণ পাবেন।
‘পিএম সূর্য ঘর’ প্রকল্পে আবেদন পদ্ধতি:
PM সূর্য ঘর প্রকল্পে আবেদনের জন্য নিচের ধাপ গুলি অনুসরণ করুন।
১. সবার আগে আপনাকে pmsuryaghar.gov.in-ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্টার করতে হবে।
২. রেজিস্ট্রেশন করানোর জন্য প্রথমে নিজ রাজ্যের নাম নির্বাচন করুন। আপনি কোন বিদ্যুৎ সংস্থার থেকে বিদ্যুৎ পরিষেবা গ্রহণ করেন তার নাম, উক্ত বিদ্যুৎ সংস্থার কনজিউমার আইডি, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে সঠিক ভাবে রেজিস্টার করুন।
৩. আপনার ছাদের জায়গা অনুযায়ী সোলার প্যানেলের জন্য আবেদন করুন। ভোক্তা নম্বর এবং মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন।
৪. এরপর সরকার স্বীকৃত কোন স্থান থেকে সোলার প্যানেল বাড়ির ছাদে বসান।
৫. বাড়িতে সোলার প্যানেল বসানো হলে আপনার বিস্তারিত তথ্য জমা করুন এবং নেট মিটারের জন্য আবেদন করুন।
৬. নেট মিটার বসানোর পর সরকারি কর্মচারীরা যাচাইকরণের জন্য যাবেন। এরপর আপনি ওয়েবসাইট থেকে কমিশনিং শংসাপত্রটি প্রস্তুত করে নিন।
৭. এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের ( Bank Account) বিস্তারিত বিবরণ সহ একটি বাতিল চেক জমা করুন। আপনি ৩০ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ঢুকে যাবে।