PM Surya Ghar Yojna: ভর্তুকি-সহ ৩০০ ইউনিট ফ্রী-তে বিদ্যুৎ দিচ্ছে মোদী সরকার, কীভাবে পাবেন? জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৮) PM Surya Ghar Yojna Subsidy: মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের জন্য বিদ্যুৎ এখন হাতের মুঠোয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারি ২০২৪ রুফটপ সোলার স্কিম(Roof Top Solar scheme) বা ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা’ (PM Surya Ghar Muft Bijli Yojana) এর কথা প্রকাশ করেন অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার সময়। তবে অর্থমন্ত্রী এই প্রকল্প ঘোষণা করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের হাতের কাছে নিয়ে আসেন। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুতের সঙ্গে তার দরুন কিছু টাকা ভর্তুকি হিসেবেও পেয়ে যাবেন। কিন্তু এই প্রকল্পে আবেদন করতে গেলে কিছু শর্ত পালন করতে হবে।

১ কোটি ঘর আলোকিত হবে:

 (২/৮) উক্ত প্রকল্পে আবেদন করলে আবেদনকারীর বাড়িতে গিয়ে বিদ্যুৎ আদান-প্রদান এবং বেশি বিদ্যুৎ সঞ্চয় করার জন্য সোলার প্যানেল যুক্ত করা হবে। কেন্দ্রীয় সরকার (Government of India) এর এই প্রকল্প চালু করার উদ্দেশ্য হলো যাতে এক কোটিরও  বেশি বাড়ি আলোয় ভরে ওঠে এবং গরিব ও মধ্যবিত্ত পরিবাররা ৩০০  ইউনিট বিদ্যুৎ একদম বিনামূল্যে পেয়ে যেতে পারেন। এই প্রকল্পে আবেদন করলে আবেদনকারী মিটারের ক্ষমতা অনুসারে কিছু ভর্তুকি পাবেন এবং এছাড়াও আবেদনকারীর বাড়ির ছাদে একটি সোলার প্যানেল বসানো হবে। যার ফলে আবেদনকারীর খরচা অনেক কমে যাবে।

পিএম সূর্য ঘর প্রকল্পে ভর্তুকি পরিমাণ:

(৩/৮) এখন আসুন আমরা এই প্রতিবেন থেকে জেনে নিই ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাওয়ার সাথে কি পরিমান ভর্তুকি পাওয়া যাবে।  এই সরকারি প্রকল্প অনুসারে কোনো আবেদনকারী যদি ২kw  ‘রুফটপ সোলার প্যানেল‘ বসাতে চান তাহলে সেই ব্যক্তির সর্বমোট ৪৭ হাজার টাকা খরচ হবে।  এই খরচের মধ্যে ১৮ হাজার টাকা ভর্তুকি হিসাবে  সরকার  সেই ব্যক্তির  অ্যাকাউন্টে  পাঠিয়ে দেবেন।  সুতরাং আবেদনকারীকে এই প্রকল্পের জন্য  ২৯ হাজার টাকা  খরচ করতে হবে।

(৪/৮)  এই প্রকল্পের শর্ত  অনুসারে  আবেদনকারীর মোট জায়গা থাকতে হবে ১৩০ বর্গফুট। ৪৭ হাজার টাকা খরচ করে আবেদনকারী যে সোলার প্যানেলটি বাড়িতে বসাবে সেটি দৈনিক ৪:৩২ Kwh/day বিদ্যুৎ উৎপাদনে সক্ষম, যেটি বাৎসরিক হিসাবে হয়  ১৫৭৬ kwh/Year । এই প্রকল্পটিকে নিজের বাড়িতে চালু করলে এক একটি পরিবার ১২.৯৬ টাকা দিনে   এবং   ৪৭৩০ টাকা বছরে বাঁচাতে পারবে।

আরও পড়ুন: SBI Car Loan: 5 লাখ টাকা গাড়ি কেনার জন্য দিচ্ছে স্টেট ব্যাংক! প্রতিমাসে কত টাকা EMI দিতে হবে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৮) এই প্রকল্প (PM Surya Ghar Muft Bijli Yojana) অনুসারে, কোন ব্যক্তির  ৭০০ বর্গফুট পরিমাণ ছাদের জায়গা থাকে, তাহলে সেই ব্যক্তিকে ৩ কিলোওয়াট সোলার প্যানেল বসানোর জন্য আবেদন করতে হবে। এই প্যানেল এবং এর যোগ্যতা অনুযায়ী মিটার বসাতে সেই ব্যক্তির ৮০ হাজার টাকা খরচ হবে। খরচ বৃদ্ধি পেলেও সাথে ভর্তুকের টাকাও বৃদ্ধি পাবে এবং তখন সেই ব্যক্তি ভর্তুকি হিসাবে ৩৬ হাজার টাকা পেয়ে যাবেন। সুতরাং উক্ত পরিমান জায়গাতে প্যানেলটি বসাতে খরচ পড়বে মাত্র ৫০ হাজার টাকা। সরকারের ঘোষণা অনুযায়ী, সর্বোচ্চ ক্ষমতা যুক্ত মিটারের জন্য একজন ব্যক্তি ৭৮ হাজার টাকা অবধি ভর্তুকি পেতে পারে।

আরও পড়ুন: ধনী হতে চান? তাহলে ধনী হওয়ার এই ১২ টি সূত্র মেনে চলতে হবে (How to Get Rich)

কিভাবে পাবেন ভর্তুকি?

 (৬/৮) এই প্রকল্পটিকে সবার ঘরে ঘরে আলো পৌঁছে দেবার জন্য কেন্দ্রীয় সরকারের (Government of India) ৭৫  হাজার কোটি টাকা  খরচ হবে। এখন দেখা যাক এই প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীর কি কি যোগ্যতা থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই হতে হবে একজন ভারতের নাগরিক। এছাড়াও আবেদনকারীর পরিবারকে দরিদ্র বা মধ্যবিত্ত পরিবার হতে হবে এবং নিজস্ব একটি ঘর থাকতে হবে। আবেদনকারীকে ভর্তুকি পেতে একটি বিশেষ কাজ করতে হবে।

 (৭/৮)  আবেদনকারী যেহেতু এই প্রকল্পে আবেদন করেছেন সেহেতু বাড়িতে সৌর প্যানেল এবং নেট মিটার বসে যাওয়ার পর সেটিকে ডিসকম (DISCOM)-এর মাধ্যমে  পরীক্ষার পর আবেদনকারীকে পোর্টাল থেকে  কমিশনিং সার্টিফিকেট (Commissing Certificate) প্রদান করা হবে যেটি উক্ত এই প্রকল্পের আয়তভুক্ত হওয়ার প্রমাণ। কিন্তু আবেদনকারী  ব্যাঙ্ক অ্যাকাউন্টের(Bank  Account)বিবরণ এবং বাতিল চেক পোর্টালে(Portal )জমা দেওয়ার পর আবেদনকারী তার ভর্তুকি পেয়ে যাবেন।

আরও পড়ুন: বিল গেটস-এর গুরুত্বপূর্ণ পরামর্শ তরুণদের জন্য, যা আপনার জীবন বদলে দিবে

আবেদনের পদ্ধতি:

(৮/৮)  উক্ত প্রকল্পে আবেদন করার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করুন।

 ১.আবেদনকারীকে আবেদন করতে গেলে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://pmsuryaghar.gov.in এ গিয়ে অ্যাপ্লাই ফর রুফটপ সোলার (Apply for Rooftop Solar) অপশনটি বেছে নিতে হবে।

২. এরপর আবেদনকারীকে নিজের রাজ্য এবং পছন্দমত বিদ্যুৎ বিতরণ কোম্পানির নাম বেছে নিতে হবে এবং বিদ্যুৎ গ্রাহক নম্বর, মোবাইল নম্বর ও ইমেইল(Email)  নথিভুক্ত করতে হবে।

 ৩. পরবর্তী ধাপে আবেদনকারীকে গ্রাহক নম্বর বা কনজিউমার নম্বর(Consumer Number)নথিভুক্ত করে একটি নতুন পেজ(Page) লগইন(Login) করে নিতে হবে। এরপরে নির্দেশিত যাবতীয় তথ্য দিয়ে ফর্ম(Form) পূরণ করলেই আবেদনটি সম্পূর্ণ হবে।

৪.  আবেদন করার পরে আবেদনকারী বাড়িতে সৌর প্যানেলটি (Panel)বসাবার  অনুমতি পাবেন এবং ডিশকম   (DISCOM)-এ নির্দেশিত করা বিক্রেতার কাছ থেকে প্যানেলটি বসিয়ে নিতে পারবেন।

 ৫. বাড়িতে প্যানেল(Panel) টি বসে গেলে আবেদনকারীকে প্যানেলের বিবরণ দিয়ে নেট মিটারের জন্য আবেদন জানাতে হবে।

আরও পড়ুন: বিল গেটস-এর গুরুত্বপূর্ণ পরামর্শ তরুণদের জন্য, যা আপনার জীবন বদলে দিবে

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন