স্কলারশিপের ১ লক্ষ ২৫ হাজার টাকা পাওয়া যাবে পরীক্ষা ছাড়াই, এই ভাবে আবেদন করুন (PM Yasasvi Scholarship 2023)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

PM Yasasvi Scholarship 2023: সরকার ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য অনেক স্কলারশিপ চালু করেছে। বিশেষত যে সমস্ত পড়ুয়ারা আর্থিকভাবে অসচ্ছল তাদের শিক্ষাক্ষেত্রে আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে এই স্কলারশিপগুলি চালু করা হয়েছে।

সরকারের এইরকম একাধিক প্রকল্প রয়েছে, যেগুলি পড়ুয়াদের আর্থিক সাহায্য করার জন্য প্রচলন করা হয়েছে। আজ এই প্রতিবেদনে আমরা তেমনই এক প্রকল্পের ব্যাপারে জানাবো যে প্রকল্পে আবেদন করলে মোটা টাকা অনুদান পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: ৭৫,০০০ টাকা পর্যন্ত ছাত্র-ছাত্রীরা পাবেন HDFC স্কলারশিপে আবেদ করে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন (HDFC Bank Scholarship 2023)

স্কলারশিপের নাম ও বিবরন

এই স্কলারশিপের নাম হল পিএম যশস্বী স্কলারশিপ (PM Yasasvi Scholarship Scheme)। যারা ক্লাস থেকে ১১ এর মধ্যে পাঠরত রয়েছে তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। গরিব পরিবারের মেধাবী পড়ুয়াদের এই স্কলারশিপের সুবিধা প্রদান করা হবে। সংরক্ষিত শ্রেণীর পড়ুয়ারাও এই প্রকল্পের সুবিধা পাবে।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে ১০,০০০ টাকা পাবেন এই ৩ টি স্কলারশিপে আবেদন করে, আবেদন পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

স্কলারশিপের পরিমাণ

সরকারি এই স্কলারশিপের মাধ্যমে আবেদনকারী প্রত্যেকটি পড়ুয়াকে মোটা অংকের টাকা অনুদান দেওয়া হবে। যারা ক্লাস-এ পড়ে তারা ৭৫ হাজার টাকা পাবে। আর যারা ১১-এ পড়ে তারা পাবে ১ লক্ষ ২৫ হাজার টাকা। পড়ুয়ারা এই টাকা পাবে বছরে একবার। পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা প্রদান করা হবে।

আরও পড়ুন: ৩৫,০০০ টাকা পেয়ে যান এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন (Rolls Royce Unnati Scholarship 2023)

কী কী ডকুমেন্টস লাগবে?

পিএম যশস্বী স্কলারশিপে আবেদন করতে গেলে পড়ুয়াদের যে সমস্ত নথিপত্র গুলি লাগবে সেগুলি হল নিম্নরূপ-

  1. আবেদনকারী পড়ুয়ার ক্লাসের ভর্তির প্রমাণপত্র
  2. শেষ পরীক্ষার মার্কশীট
  3. ইনকাম সার্টিফিকেট
  4. আবেদনকারী পড়ুয়ার পরিচয়পত্রের প্রমাণ
  5. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  6. ইমেল আইডি ও মোবাইল নম্বর

আরও পড়ুন: ৫০০০ টাকা পেয়ে যান এই স্কলারশিপে আবেদন করে! এইভাবে আবেদন করুন | Jagadis Chandra Bose Scholarship 2023

কীভাবে আবেদন করবেন?

PM Yasasvi Scholarship-এ আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। তবে এই বছর ২২.০৯.২০২৩ তারিখে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক পাবলিক নোটিশের মাধ্যমে ঘোষণা করেছে যে, এই বছর প্রবেশিকা পরীক্ষার পরিবর্তে পড়ুয়াদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে স্কলারশিপের জন্য নির্বাচন করা হবে।

যারা এই স্কলারশিপের জন্য অনলাইন আবেদন করবে তাদের NSP পোর্টালের মাধ্যমে নির্বাচন করা হবে। তবে এই স্কলারশিপে আবেদন করতে হলে অষ্টম বা দশম শ্রেণীতে পড়ুয়াদের ৬০% বা তার বেশি শতাংশ নম্বর প্রাপ্ত সমস্ত পড়ুয়ারা এতে আবেদন করতে পারবে। পড়ুয়াদের NSP পোর্টালে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

PM Yasasvi Scholarship apply online

এছাড়াও এই স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত জানার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করে জেনে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে নিম্নে অফিসিয়াল নোটিশটি দেওয়া হলো।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ (Important Links)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন
জাতীয় বৃত্তি পোর্টাল এখানে দেখুন
সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের ওয়েবসাইটএখানে দেখুন
অফিসিয়াল নোটিশ লিঙ্ক এখানে দেখুন

আরও পড়ুন:

👉 Gold Price Today: দশমীর দিনে স্বস্তি ফিরল সোনার দামে, আজকের বাজারদর জেনে নিন

👉 ৫০ হাজার টাকা আজীবন পেনশন পাবেন একবার ডিপোজিটে, LIC-র এই পলিসি সম্পর্কে জানেন?

👉 চলন্ত ট্রেনে ফোনের ব্যাটারি হু হু করে শেষ হয়ে যায় কেন? আসল কারণ জানলে অবাক হবেন

👉 Gold Price Today: নবমীর সকালেই সোনার দাম কমে গেল, কত দাম কমলো? সুযোগ হাত ছাড়া করবেন না

👉 Business Idea: ৫০ হাজার টাকা মাসে আয় করুন দুর্দান্ত এই ব্যবসা করেই