৮৩,২০০ টাকা পর্যন্ত বেতনে মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরির সুযোগ! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন
Post Office Group C Recruitment 2024: পোস্ট অফিসের গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় সর্বনিম্ন ১৯,৯০০ টাকা থেকে সর্বোচ্চ ৮৩,২০০ টাকা পর্যন্ত বেতনে কর্মী নিয়োগ চলছে। মোট ২৭ টি শুন্যপদ রয়েছে। Staff Car Driver সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। নিম্নে এই চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
পদের নাম (Name of the Post)
যে সব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-
১) Staff Car Driver (Ordinary Grade)
২) General Central Service Gr.-C
৩) Non-Gazetted
৪) Non-Ministerial
মোট শূন্যপদ (Total Vacancy)
এই চাকরিতে সবগুলি পদ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ২৭ টি।
বয়সসীমা (Age Limit)
১৮ থেকে ২৭ বছর বয়সে প্রার্থীরা এই চাকরির পথে আবেদন করতে পারবে। তবে SC/ST ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৫ বছর OBC ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৩ বছর ও সরকারি কর্মীদের জন্য ৪০ বছর বয়স পর্যন্ত ছাড় রয়েছে। এছাড়াও সৈনিক সহ আরো একাধিক ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতন (Salary)
যাদের এই চাকরিতে নিয়োগ করা হবে তাদের প্রতি মাসে সর্বনিম্ন ১৯,৯০০ টাকা থেকে সর্বোচ্চ ৮৩,২০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ফর্ম পাওয়া যাবে www.indiapost.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইট অথবা অফিসিয়াল নোটিশে। সেখান থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করার পর নিজের উপযুক্ত তথ্য দ্বারা ভালো করে পূরণ করতে হবে তারপরে তার সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যোগ করে সবগুলো একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করে আসতে হবে। আবেদনপত্র জমা করতে হবে নিম্নলিখিত ঠিকানায়-
“The Manager, Mail Motor Service, Bengaluru-560001”
আরও পড়ুন👉: লিখিত পরীক্ষা ছাড়াই আয়কর দপ্তরে নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করুন
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও প্রার্থীর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও সংশ্লিষ্ট পদে কাজের ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ১৪.০৫.২০২৪ তারিখ ৫:০০ pm পর্যন্ত।
আরও পড়ুন👉: Rainfall: ঠিক কখন থেকে নামবে ঝমঝমিয়ে বৃষ্টি? আজ কোন কোন জেলা ভিজবে?