৩০ লাখ টাকা রিটার্ন পাবেন Post Office-এ এভাবে বিনিয়োগ করে, দেখুন হিসেব
এখন বাজারে রয়েছে নানা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র যেমন- মিউচুয়াল ফান্ড (Mutual Fund), এসআইপি (SIP) বা শেয়ার বাজার (Share Market) ইত্যাদি। এই ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করলে অনেক সময় ক্ষতিও হতে পারে। তখন মানুষের কষ্টার্জিত টাকা পুরোটাই ভেসে যায়।
তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো এমন একটি প্রকল্প সম্পর্কে যেটা ঝুঁকিহীন এবং যেখানে থাকবে নিশ্চিত রিটার্নের ব্যবস্থা। এইরকম আদর্শ স্কিম হিসেবে আমরা পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট (Post Office Recurring Deposit ) প্রকল্প। এই প্রকল্পটি একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প নামে পরিচিত। এখানে সকলেই নিরাপদে বিনিয়োগ করতে পারেন।
পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট (Post Office Recurring Deposit Account ) খোলার জন্য আপনাকে মাত্র ১০০ টাকা ব্যয় করতে হবে। এখানে বিনিয়োগ ক্ষেত্রে মধ্যে কোন সীমাবদ্ধতা নির্ধারিত নেই। গ্রাহক তার সাধ্যমত ইচ্ছা অনুযায়ী বিনিয়োগ করতে পারেন এই প্রকল্পে।
এই প্রকল্পে পাঁচ বছর অবধি বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা। এক্ষেত্রে গ্রাহক যে সুদ পেয়ে থাকেন তা গণ্য করা হয় বার্ষিক সঞ্চিত অর্থের ভিত্তিতে। উক্ত প্রকল্পে সুদের হার ৬.৭ শতাংশ। কেন্দ্রীয় সরকার (Government Of India ) এখানে প্রতি তিন মাস অন্তর সুদের হার নির্ধারণ করে।
আরও পড়ুন: Big News: ৪৫০০ শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগ SSC-এর মাধ্যমে! ভোটের আগেই বিজ্ঞপ্তি প্রকাশ!
মানুষের মনে এই প্রশ্ন আসতেই পারে যে এই প্রকল্পে বিনিয়োগ করে সত্যিই কি লাখপতি হওয়া সম্ভব অর্থাৎ রিটার্ন (Return )হিসাবে ৩০ লাখ টাকা পাওয়া কি সত্যিই সম্ভব? এর উত্তরে বলতে পারি অবশ্যই সম্ভব। তবে এর জন্য কি অনেক সময় ব্যয় করতে হবে?
এবার প্রশ্ন জাগতে পারে যে বিনিয়োগের জন্য কত পরিমান অর্থ প্রয়োজন? কোন গ্রাহক ৫ বছরের জন্য এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন তবে সেই গ্রাহক চাইলে আরো ৫ বছরের মেয়াদ তিনি বাড়িয়ে নিতে পারেন।
আরও পড়ুন: Breaking News: B.Ed করে প্রাইমারী শিক্ষক পদে চাকরি! আদলতে যা জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ
কোন ব্যক্তি যদি ১৮ হাজার টাকা প্রতিমাসে ১০ বছরের জন্য সঞ্চয় করতে থাকেন তাহলে ম্যাচিউরিটির (Maturity ) পর তিনি রিটার্ন (Return ) হিসেবে পেয়ে যাবেন ৩০ লাখ টাকা। যদি তিনি প্রতি মাসে ১৮০০০ টাকা করে জমা দেন তাহলে ১০ বছরে তার ২১,৬০,০০০ টাকা জমা হবে এবং এর সাথে ৯,১৫,৩৮৫ টাকা সুদ হিসাবে পাবেন। সুতরাং সেই ব্যক্তি মেয়াদ শেষে মোট রিটার্ন হিসাবে পাবেন ৩০,৭৫,৩৮৫ টাকা।
লাখপতি হতে গেলে যে অনেক টাকার প্রয়োজন তা নয় । কোন ব্যক্তি ২ হাজার বা ৩ হাজার টাকা রেকারিং ডিপোজিটে (Recurring Deposit) জমিয়েও হয়ে যেতে পারে লাখপতি। পোস্ট অফিসে (Post Office )কোন ব্যক্তি যদি ২০০০ টাকা করে জমা করেন তাহলে পাঁচ বছর পরে তার সঞ্চিত অর্থ হবে ১,২০,০০ টাকা। এর সঙ্গে ২২,৭৩২ টাকা সুদ হিসাবে পেয়ে যাবেন। সুতরাং সেই ব্যক্তি মোট ১,৪২,৭৩২ টাকা রিটার্ন (Return)পাবেন।
কোন ব্যক্তি যদি পোস্ট অফিসে (Post Office) ৩ হাজার টাকার রেকারিং (Recurring) করেন তাহলে তিনি পাঁচ বছরে ১ লাখ ৮০ হাজার টাকা পাবেন। এর সঙ্গে তিনি সুদ হিসাবে পাবেন ৩৪,০৯৭ টাকা। সুতরাং তিনি ২,১৪,০৯৭ টাকা রিটার্ন (Return) হিসাবে পাবেন।