৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন আবেদন করলেই, কেন্দ্র সরকারের এই স্কিম সম্পর্কে জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) এমন অনেক মানুষ রয়েছে যাদের হটাৎ প্রয়োজনে ঋণ নিতে হয়। তবে গ্যারান্টির সঙ্গে ঋণ প্রদান করে এমন সংস্থার খোঁজ খুব কম মেলে। তবে আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদের এমন একটি ঋণের ব্যাপারে জানাবো যেখানে সুরক্ষার সঙ্গে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।

(২/৬) কেন্দ্রীয় সরকারের (Central Government) একটি প্রকল্প রয়েছে যেখানে ১০ হাজার ফুটপাত বিক্রেতাকে ঋণ প্রদান করা হয়েছে। এই প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা (Pradhan Mantri Svanidhi Yojana) । কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে এই ঋণ প্রদান করে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী

(৩/৬) প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা (PM Swanidhi Scheme) প্রকল্পটি প্রথম চালু করা হয়েছে ফুটপাতের সাধারণ মানুষের কথা ভেবে। এই প্রকল্পের মাধ্যমে ফুটপাতে যারা ছোটখাটো ব্যবসা করে জীবনযাপন করেন তাদের কেন্দ্রীয় সরকার কর্তৃক ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।

(৪/৬) গত শুক্রবার প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার (PM Svanidhi Yojana) সাফল্যের কথা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পুরী বলেছেন যে এই প্রকল্পের মাধ্যমে ৬০.৯৪ লক্ষ ফুটপাত ব্যবসায়ীকে ১০,৬৭৮ কোটি টাকার মধ্যে থেকে ৮০.৪২ লক্ষেরও বেশি ঋণ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রত্যেককে ১ লক্ষ ৪০ হাজার টাকা করে দেবে কেন্দ্র সরকার, রইলো আবেদন পদ্ধতি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৬) প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা প্রকল্পে (PM Svanidhi Scheme) কোনো ব্যবসায়ী যদি ঋণ গ্রহণ করে তাহলে তাকে একবারে ঋণের সমস্ত টাকা দেওয়া হয় না। এই টাকা আবেদনকারীর অ্যাকাউন্টে কিস্তির মাধ্যমে প্রদান করা হয়। এই প্রকল্পে প্রথম কিস্তি হিসাবে ১০,০০০ টাকা তারপর দ্বিতীয় ও তৃতীয় কিস্তি হিসেবে ২০ হাজার৫০ হাজার টাকা দেওয়া হয়।

(৬/৬) এই প্রকল্পের ব্যাপারে হরদীপ সিং পুরী আরও জানিয়েছেন যে, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি শুধুমাত্র রাস্তার সাধারণ ব্যবসায়ীদের আর্থিক দিক দিয়ে সাহায্যই করেনি বরং  সম্মানও অনেক গুনে বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: Money Making Tips: মাসে ৩০,০০০ টাকা আয় করতে পারবেন এভাবে বিনিয়োগ করে, জানুন পদ্ধতি

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন: Jio: এক রিচার্জেই চলবে টানা ১ বছর! সাথে মিলবে রোজ ২ জিবি ডেটা ও ফ্রি অ্যামাজন প্রাইম!