Bank Account: এই কাজ না করলে বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট! কী করতে হবে জেনে নিন
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) তরফ থেকে তার গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। কিছু কিছু গ্রাহকের একাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। কিছু ভুলের কারণে বাতিল করে দেওয়া হচ্ছে তাদের একাউন্ট। আপনি যদি একজন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) গ্রাহক হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank) সেই সমস্ত অ্যাকাউন্টগুলি এবার বন্ধ করবে যাদের তিন বছর ধরে অ্যাকাউন্ট ইনঅপারেটিভ রয়েছে এবং একাউন্টে কোনরকম টাকা নেই। অর্থাৎ যারা পাঞ্জাব ব্যাংকে একাউন্ট খোলার পর নিজেদের একাউন্টের জিরো ব্যালেন্স রেখেছে অথবা তিন বছর ধরে কোনরকম আর্থিক লেনদেন করেনি তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।
তবে বন্ধ করে দেওয়ার আগে ব্যাঙের তরফ থেকে নির্দেশিকা জারি করে সকলকে জানানো হয়েছে। এর জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে। যাদের ৩০ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত একাউন্টে কোনও ব্যালেন্স থাকবে না তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ১ জুন ২০২৪ তারিখে। বর্তমানে সমস্ত দেশ জুড়ে ১২২৫০-এর বেশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা রয়েছে। মোট এটিএম (ATM) রয়েছে ১৩ হাজারের বেশি। আর মোট গ্রাহক রয়েছে প্রায় ১৮ কোটি।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) তরফ থেকে হঠাৎ এমন গুরুতর সিদ্ধান্ত নেওয়ার প্রধান কারণ হিসেবে জানানো হয়েছে ব্যাঙ্কিং পরিষেবা সুরক্ষিত রাখতে এবং একাধিক ব্যাংকিং জালিয়াতির ঘটনা যাতে এড়ানো যায় তার জন্য এই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আপনার যদি একাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে চিন্তার কোন কারণ নেই কারণ পাঞ্জাব ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের অ্যাকাউন্ট ঠিক রাখার জন্য আরেকটি সুযোগ দেওয়া হয়েছে। অধিক দিন পর্যন্ত লেনদেন না করার জন্য যদি আপনার অ্যাকাউন্ট ইনঅপারেটিভ থাকে তাহলে সেটি চালু করতে পারবেন ৩১ মে-এর মধ্যে। তবে তার জন্য আপনাকে কেওয়াইসি করে অ্যাকাউন্ট চালু রাখতে হবে।