তাপপ্রবাহের লাল সতর্কতার মাঝেই বৃষ্টির পূর্বাভাস এই ৩ জেলায়, কী বলছে আবহাওয়া দপ্তর?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

প্রবল তাপমাত্রায় পুড়ছে সমস্ত দক্ষিণবঙ্গ। তাপমাত্রার পারদ ৪০° এর উপরে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে বারবার সাবধান করা হচ্ছে। আজকে রবিবার তাপমাত্রা অনেক বেশি। এর সঙ্গে সঙ্গে আবহাওয়া দপ্তর আগামী কিছুদিনের জন্য লাস্ট সর্তকতা জারি করেছে বঙ্গের ছয়টি জেলায়।  

আবহাওয়া দপ্তর নির্দেশিত ওই ছয়টি জেলায় তাপমাত্রা থাকবে অনেক বেশি। তবে ওই জেলাগুলি বাদে বাকি জেলাগুলিতে বেশি তাপমাত্রা বিরাজ করবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

তবে তীব্র তাপমাত্রার মধ্যে বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছেন হাওয়া অফিস। গরম না কমলেও দক্ষিণবঙ্গের এই তিনটি জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে আজ রবিবার দক্ষিণবঙ্গের সব কয়টি জেলায় তাপমাত্রা বিরাজ করবে। আবহাওয়া দপ্তর যে ছয়টি জেলার উপর লাল সর্তকতা জারি করেছে সেই জেলাগুলি হল  বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান

আরও পড়ুন👉: UPSC Success Story: ‘বাবা আমি পেরেছি’, বাবা অফিসে টিফিন খাচ্ছিলেন, ছেলে এসে বলল UPSC-র ফলাফল, দেখুন হৃদয়স্পর্শী সেই Video

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এই ছয়টি জেলায় অতি তীব্র তাপমাত্রার পূর্বাভাস জারি করা হয়েছে। শুধু তাই নয় আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সব জেলাতেই হলুদ এবং কমলা সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দপ্তর

তবে তীব্র দাবদাহ এর মধ্যেও হালকা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সোমবার এবং মঙ্গলবারপূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টি হলেও গরম কমবে না অস্বস্তি জনিত আবহাওয়া বজায় থাকবে।

গ্রীষ্মকাল পড়তে না পড়তেই তীব্র গরমে পুড়ছে পুরো দক্ষিণবঙ্গ। তাপমাত্রা পারদ ৪০ ডিগ্রির উপরে কোন কোন জায়গায় তো প্রায় ৪৫ ডিগ্রীর কাছাকাছি তাপমাত্রা। কয়েকদিন ধরে এই তাপমাত্রা অনেক বেশি। সকালে সূর্যের দেখা মিলছে সাতটার আগে। তারপরে ধীরে ধীরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তেজ বাড়ছে অনেক গুণ। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে গত শনিবার সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল বাঁকুড়া জেলায়।

তাপমাত্রার নিরিখে এই জেলা দেশের দ্বিতীয় স্থানে ছিল। গত শনিবার বাঁকুড়া জেলার তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রায় ৪৫ ডিগ্রির কাছাকাছি। ঐদিন কলকাতার তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি অর্থাৎ ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস

আরও পড়ুন👉: Aadhaar update: আধার আপডেট করছেন? এইসব তথ্য কখনওই পরিবর্তন করা যাবে না!

অন্যদিকে দমদমে তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে তাপমাত্রা অস্বস্তি জনিত আবহাওয়ার সব সময় থেকেই যাচ্ছে। আজকের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি অর্থাৎ ২৯ ডিগ্রি সেলসিয়াস

তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের অবস্থা এতটা শোচনীয় নয়। এই অংশে সারা সপ্তাহ জুড়েই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কালিম্পং জেলায় আজকে রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলা গুলিতে যেমন মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এই যে জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সেখানে শুকনো আবহাওয়া বিরাজ করবে।

দক্ষিণবঙ্গে এখন যেহেতু তীব্র দাবদাহ চলছে তাই এই গরমে উত্তপ্ত দুপুরবেলায় বাড়ি থেকে না বেরোনোর জন্য বলা হয়েছে বা একান্তই জরুরী হলে সঙ্গে ছাতা ও জল নিয়ে বেরোতে।  

আরও পড়ুন👉: SSC Recruitment Scam Breaking: WBSSC নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫৩জন শিক্ষকের চাকরি বাতিল করল হাইকোর্ট!

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: Special train to Digha: গরমের ছুটিতে চালু হলো ৩টি দিঘা স্পেশাল ট্রেন, কোন কোন স্টেশন থেকে ছাড়বে?