একসঙ্গে দুটি ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলো RBI! এবার কী হবে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

দেশের বৃহত্তম ব্যাংক হল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। এই ব্যাংক দেশের অন্যান্য ব্যাংকগুলির উপর নজরদারি করে এবং সেগুলি নিয়ন্ত্রণে রাখে। আর কোনো ব্যাংক যদি RBI-এর নির্দেশ অমান্য করে তাহলে তার উপর কড়া ব্যবস্থা নেওয়া হয় এমনকি জরিমানা করে লাইসেন্সও বাতিল করে দেওয়া হয়। সম্প্রতি দুটি ব্যাংক নির্দেশ অমান্য করায় আরবিআই (RBI) সেই দুটি ব্যাংকের উপর কড়া ব্যবস্থা গ্রহণ করল।

এই ব্যাংক দুটি হল মুম্বাইয়ের সর্বোদয় কো-অপারেটিভ ব্যাঙ্ক (Sarvodaya Co-Operative Bank) এবং উত্তর প্রদেশের প্রতাপগড়ের ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড (National Urban Co-Operative Bank Limited)। এই দুটি ব্যাংকের উপর রিজার্ভ ব্যাংক কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

যে দুটি ব্যাংকের উপর কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার মধ্যে একটি ব্যাংকের গ্রাহকরা একসঙ্গে ১০০০০ টাকা তুলতে পারবে এবং আরেকটি ব্যাংকের গ্রাহকরা একসঙ্গে ১৫০০০ টাকা তুলতে পারবে।

অনেকেই ভাবছেন হয়তো এই দুটি ব্যাংক গুরুতর কোন অপরাধ করায় রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) তাদের উপর শাস্তি প্রদান করেছে, তবে এমন কিছু নয়। এই দুটি ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি ঘটায় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

আরও পড়ুন👉: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফের মুখ খুললেন, কী জানালেন তিনি?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

যেহেতু এই দুটি ব্যাংক আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে গেছে তাই এই ব্যাংকের গ্রাহকরা আর একসঙ্গে বেশি পরিমাণে টাকা তুলতে পারবেনা।

সর্বোদয় কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহকরা ১৫ হাজার টাকা এবং ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহকরা ১০ হাজার টাকা করে তুলতে পারবে। এর বেশি কোন গ্রাহক তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে না।

এই অবস্থায় একাধিক গ্রাহক প্রশ্ন তুলেছেন যে তাহলে অ্যাকাউন্টধারীদের বাকি টাকার কী হবে? ওই দুটি ব্যাংকের গ্রাহকরা ডিপোজিট ইনস্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) থেকে তাঁদের জমাকৃত টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবে।

আরও পড়ুন👉: Post Office Schemes: প্রতি মাসে ২০,৫০০ টাকা করে পাবেন পোস্ট অফিসের এই স্কিমে, বিস্তারিত জেনে নিন

ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ধারা 35A-এর অধীনে ওই দুটি ব্যাংকের ১৫ এপ্রিল ২০২৪-এ ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর RBI নিষেধাজ্ঞা জারি করে। তবে এই নির্দেশিকা জারি করার সঙ্গে রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে ওই ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়নি।

ওই দুটি ব্যাংকের উপর আরবিআই (RBI) যা নির্দেশ জারি করেছে তা আর্থিক অবস্থার উন্নতির না হওয়া পর্যন্ত বজায় থাকবে। আর এই বিধি নিষেধ ওই দুটি ব্যাংককে মান্য করে চলতে হবে।  

গত ১৫ এপ্রিল ২০২৪ তারিখে আর্থিক অবনতির কারণে ওই দুটি ব্যাংকের ব্যবসা বন্ধ হয়। এরপরে আগামী ৬ মাসের জন্য ব্যাংক দুটির ওপর ওই নিয়ম জারি থাকবে বলে RBI নির্দেশ দেয়।

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন