এই ব্যাঙ্ককে ব্যান করে দিল RBI, গ্রাহকরা টাকা তুলতে না পারলে কী হবে?
দেশের বৃহত্তম ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) দেশের অন্যান্য ব্যাংক গুলির ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করে থাকে। আর এই বিধি নিষেধ গুলি অমান্য করলে অনেক ব্যাংককে জরিমানা করা এমনকি প্রয়োজনে ওই ব্যাংকের লাইসেন্সও বাতিল করে RBI।
সম্প্রতি একটি সমবায় ব্যাঙ্ক থেকে টাকা তোলা সহ একাধিক বিষয়ের উপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। তাই নিয়ম অনুযায়ী ব্যাংকের গ্রাহকরা আগামী ছয় মাস পর্যন্ত টাকা তুলতে পারবে না। শুধু তাই নয় ঋণ সহ অন্য টাকা প্রদানের অনুমতিও প্রত্যাখ্যান করা হয়েছে।
রিজার্ভ ব্যাংকের তরফ থেকে হঠাৎ এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার কারণ হলো সমবায় ব্যাঙ্কের গ্রাহকরা ব্যাংক থেকে তাদের অর্থ তুলতে না পারার কারণে হয়রানির শিকার হচ্ছে।
দেশের বৃহত্তম ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এরূপ একটি নির্দেশিকা জারি করেছে মহারাষ্ট্রের শিরপুর মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাঙ্কের (Shirpur Merchants Co Operative Bank) উপর। তবে এই প্রথমবার যে এমন কোন ব্যাংকের উপর এরূপ নির্দেশিকা জারি হল তা নয়।
আরও পড়ুন👉: Eyes: ব্যাকটেরিয়ার কারণেই মানুষ দেখতে পায়! জানুন কীভাবে?
এর আগে পিএমসি ব্যাঙ্ক Punjab & Maharashtra Co-operative Bank Limited (PMC) এবং ইয়েস ব্যাঙ্কে (Yes Bank) টাকা তোলার উপর একই রকম বিধি নিষেধ আরোপ করা হয়েছিল। তবে এসব ব্যাংকে এরূপ বিধি নিষেধ আরোপের মূল কারণ হলো ব্যাংকের আর্থিক অবস্থা। এই আর্থিক অবস্থার কথা বিবেচনা করে ব্যাংকগুলির উপর এরূপ নির্দেশিকা জারি করেছে।
মহারাষ্ট্রের শিরপুর মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাংক (Shirpur Merchants Co Operative Bank) এখন যেহেতু ফোরক্লোজ করা হয়েছে এই অবস্থায় গ্রাহকদের কি অধিকার রয়েছে? বা তাদের এই অবস্থা কি করা উচিত? এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে আরবিআই (RBI)-এর অনুমোদন ব্যতীত কোনও গ্রাহক যাতে কোনপ্রকার ঋণের জন্য নবায়ন না করে। এছাড়াও বিনা অনুমতিতে কেউ বিনিয়োগও করতে পারবে না।
আরও পড়ুন👉: WBPSC: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরির সুযোগ! জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত
এবার আসা যাক গ্রাহকদের অধিকারের কথায় যদি কোন ব্যাংক ব্যর্থ হয় তাহলে সে ক্ষেত্রে গ্রাহকদের কী অধিকার থাকে? আমানত বিমা এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) আইন অনুযায়ী, প্রতিটি ব্যাংকের গ্রাহকদের ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানত বীমা কভার থাকে। এই বীমা কভার অ্যাকাউন্টে মূল এবং সুদকে কভার করে৷ এক্ষেত্রে গ্রাহকরা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পায়।
এই টাকা গ্রাহকরা ডিপোজিট ইন্স্যুরেন্সের অধীনে, ৯০ দিনের মধ্যে ফেরত পায়।তবে শিরপুর মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাঙ্কের ব্যাপারে RBI-এর তরফ থেকে জানানো হয়েছে যে এই ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য মূল অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে।
আরও পড়ুন👉: Jio-র এইসব রিচার্জ প্ল্যানে সারা বছরের চিন্তা শেষ; রোজ 2.5GB ডেটার সঙ্গে Prime, Hotstar ফ্রি
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: ১৬ টি সরকারি চাকরির প্রস্তাব খারিজ করে আজ IPS তৃপ্তি দেশ সেবার লক্ষ্যে কর্মরত