RBI Barred Bank: এই ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা RBI-এর! বন্ধ হল নতুন অ্যাকাউন্ট খোলা ও ক্রেডিট কার্ড পরিষেবা

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

দেশের সর্ববৃহৎ ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) অন্যান্য ব্যাংকগুলিকে একাধিক নিয়ম কানুনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে রাখে। আর রিজার্ভ ব্যাংকের এই নিয়মকানুনগুলি দেশের প্রত্যেকটি ব্যাংককে মেনে চলতে হয় আর না হলে রিজার্ভ ব্যাংক ওই ব্যাংককে জরিমানা করে অথবা ওই ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেয়। 

সম্প্রতি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের (Kotak Mahindra Bank) উপর কড়া পদক্ষেপ গ্রহণ করল এই ব্যাংক।  গত বুধবার আরবিআই (RBI)-এর তরফ থেকে জানানো হয়েছে যে কোটাক ব্যাংকে আর অনলাইন ও মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নতুন গ্রাহকদের যুক্ত করা যাবে না। 

রিজার্ভ ব্যাংকের এরূপ নির্দেশের কারণ হলো  আরবিআই-এর নির্দেশ অমান্য করে ওই ব্যাংক ২০২২২০২৩ সালে আরবিআই-র ‘কারেক্টিভ অ্যাকশন প্ল্যান’ লাগু করতে ব্যর্থ হয়েছে। তাই রিজার্ভ ব্যাংক এই ব্যাংকের উপর কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।    

শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) জানিয়েছে যে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যেসব গ্রাহকদের কাছে আগে থেকেই ক্রেডিট কার্ড (Credit Card) রয়েছে তারা সেটি ব্যবহার করতে পারবে। তবে নতুনভাবে আর কোন গ্রাহককে ক্রেডিট কার্ড (Credit Card) দিতে পারবে না ওই ব্যাংক।

আরও পড়ুন👉: এবার ১ মে থেকে এই সব ব্যাংকের ATM থেকে টাকা তুললেই দিতে হবে অতিরিক্ত মাশুল!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

রিজার্ভ ব্যাংকের এরুপ নির্দেশের কারণ কি?

এই সম্পর্কিত বিষয়ে রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে তথ্যপ্রযুক্তির ঝুঁকি নিয়ন্ত্রণ এবং তথ্য সুরক্ষা কাজকর্মে গন্ডগোল করার কারণে রিজার্ভ ব্যাংক এই নির্দেশিকা জারি করেছে। রিজার্ভ ব্যাংকের কাছে তথ্য এসেছে যে ২০২২ এবং ২০২৩ সালে ব্যাঙ্কের আইটি অডিটে একাধিক গন্ডগোল ও জটিলতা তৈরি হয়েছে যেগুলি সময়মতো ঠিক করা হয়নি তাই রিজার্ভ ব্যাংক এরুপ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank) সারাদেশে মোট ক্রেডিট কার্ড ইস্যু করেছে ৪৯ লক্ষ। তারমধ্যে ৪৯ লক্ষেরও বেশি ক্রেডিট কার্ড এখনো পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। এরমধ্যে সক্রিয় রয়েছে ২৮ লক্ষেরও বেশি ডেবিট কার্ড।  

বর্তমানে সারাদেশে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের শাখা রয়েছে ১৭৮০ টিরও বেশি। ২০২৩ সালের হিসেবে এই শাখাগুলিতে মোট গ্রাহক সংখ্যা ৪.১২ কোটি। দেশের মোট ১ লক্ষেরও বেশি মানুষ এই ব্যাংকে কাজ করেন।  এই ব্যাংকের মোট টাকা জমা রয়েছে ৩.৬১ লক্ষ কোটিকোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank) সম্পর্কিত এই তথ্যটি সামনে আশার পরে শেয়ার বাজারে এর দাম কমে চলেছে।

আরও পড়ুন: HS Result 2024 Link: প্রকাশ হতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কীভাবে চেক করবেন? রইল পদ্ধতি

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন: Big News: মে মাসের এই দিন থেকে শুরু হবে কালবৈশাখী!