এবার থেকে এর বেশি ATM থেকে টাকা তোলা যাবে না! RBI জারি করল নয়া নির্দেশিকা

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বর্তমানে সমস্ত দেশজুড়ে ডিজিটাল পেমেন্টের ব্যাবহার বেশি চলছে। মানুষ এখন ঘর থেকে বেরোলেই টাকা লেনদেনের ক্ষেত্রে এই পেমেন্টের ব্যাবহার বেশি করে করছে। এর ফলে ব্যাংকিং লেনদেন তো আগের তুলনায় কম হয়েছেই সেই সঙ্গে সঙ্গে ATM-এর ব্যাবহারও আগের তুলনায় অনেক কমে গেছে।

তবে ব্যাপারটি সর্বাগ্রগন্য নয়। এখনোও এমন অনেক মানুষ রয়েছেন যারা ATM কার্ডের ব্যাবহার বেশি করে করে থাকেন। সেই হিসেবে সকলের জানা উচিত দৈনিক কত টাকা পর্যন্ত ATM থেকে তোলা সম্ভব? এই সম্পর্কে RBI কী নির্দেশিকা জারি?

ভারতের যেকোনো ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের জন্য মোট তিন প্রকার এটিএম কার্ড ধার্য করা হয়। আর এই এটিএম কার্ড এর মাধ্যমে গ্রাহকরা আলাদা আলাদা সীমা পর্যন্ত টাকা তুলতে পারে। কোন কার্ডে কত টাকা পর্যন্ত টাকা উত্তোলন করা যায় সেই ব্যাপারে আজকে আমরা এই প্রতিবেদনে জানাবো। নিম্নে প্লাটিনাম RuPay ডেবিট কার্ডের মাধ্যমে একজন গ্রাহক মোট কত টাকা পর্যন্ত টাকা তুলতে পারবে সে ব্যাপারে সম্পূর্ণ আলোচনা করা হলো-

SBI (State Bank of India)

এই ব্যাংকের গ্রাহকরা সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৪০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবে। আর দৈনিক ৭৫,০০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করা যাবে।

আরও পড়ুন: Post Office Savings Schemes: পোস্ট অফিসের এই ৮টি স্কিমে আপনার ও কন্যার ভবিষ্যৎ হবে সুরক্ষিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

HDFC Bank

যারা HDFC ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন তারা এই ব্যাঙ্কের এটিএম কার্ড থেকে দৈনিক ২৫ হাজার টাকা এবং একসঙ্গে ২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত তোলা যায়।

আরও পড়ুন: Madhyamik Routine 2025: ২০২৫-এর মাধ্যমিক নিয়ে বিরাট ঘোষণা! কী জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু?

Yes Bank

যারা এই ব্যাংকের গ্রাহক রয়েছেন তারা এই ব্যাংকের এটিএম এর মাধ্যমে দৈনিক ২৫ হাজার টাকা এবং একসঙ্গে ৭৫ হাজার টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন