মাধ্যমিক পাশেই ৫০০০ শূন্যপদে ভারতীয় রেলে নিয়োগ চলছে, রইলো বিস্তারিত (RRB Recruitment 2024)
RRB Recruitment 2024: Railway recruitment boards (RRB)-এর তরফ থেকে সাব ইন্সপেক্টর (Sub – Inspector) ও কনস্টেবল (Constable) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৪৬৬০ টি শূণ্য পদে কর্মী নিয়োগ করা হবে। ১৮ থেকে ২৮ বছর পর্যন্ত সকলে এই পদে আবেদন করতে পারবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম
Railway recruitment boards (RRB)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম
Railway recruitment boards (RRB)-এর তরফ থেকে (RRB Recruitment 2024) সাব ইন্সপেক্টর (Sub Inspector) ও কনস্টেবল (Constable) পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়স সীমা
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
বেতন
সাব ইন্সপেক্টর (Sub – Inspector) পদে নিয়োগকারী প্রার্থীদের মাসিক ৩৫,৪০০ টাকা এবং কনস্টেবল (Constable) পদে নিয়োগকারী প্রার্থীদের মাসিক ২১,৭০০ টাকা করে বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। নিম্নে অনলাইনে আবেদনের প্রক্রিয়াটি বলে দেওয়া হল-
১) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে একটি বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর দ্বারা রেজিস্ট্রেশন করে লগইন করতে হবে।
২) এরপর সেখান থেকে আবেদনের লিংকে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করে নিজের উপযুক্ত তথ্য দ্বারা আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।
৩) অফিসিয়াল নোটিশে উল্লেখিত বিবরণ অনুযায়ী যেসব নদী আপলোড করতে বলা হবে সেগুলি ফর্মের সঙ্গে স্ক্যান করে আপলোড করতে হবে।
৪) এরপর আবেদন ফি প্রদান করতে হবে।
৫) সবশেষে ফাইনাল সাবমিট করে আবেদনের কাজ শেষ করতে হবে।
আরও পড়ুন: PM Surya Ghar Yojna: ভর্তুকি-সহ ৩০০ ইউনিট ফ্রী-তে বিদ্যুৎ দিচ্ছে মোদী সরকার, কীভাবে পাবেন? জেনে নিন
আবেদন ফি
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা এবং ST/SC , Ex-servicemen , Female , EBC প্রার্থীদের ২৫০ টাকা প্রদান করতে হবে।
আরও পড়ুন: Google Pay: ১ লক্ষ টাকা পাওয়ার সুযোগ গুগল পে থেকে! পদ্ধতি জেনে নিন
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক পাস হতে হবে। তবে কনস্টেবল পদে আবেদনের জন্য নূন্যতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ
আবেদনের কাজ শুরু হবে ১৫.০৪.২০২৪ তারিখে, এবং চলবে ১৪.০৫.২০২৪ তারিখ পর্যন্ত।