RRB Recruitment 2024: ৪,৬৬০ শূন্যপদে ভারতীয় রেলে চাকরির সুযোগ! শীঘ্রই আবেদন করুন
RRB Recruitment 2024: ভারত সরকারের রেলওয়ে মন্ত্রকের তরফ থেকে একাধিক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০ থেকে ২৮ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এতে আবেদন করতে পারবে। ন্যূনতম মাধ্যমিক পাস ও স্নাতক পাশের ভিত্তিতে আবেদন করা হচ্ছে। নিম্নে এই চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
পদের নাম
১) উপ-পরিদর্শক (Sub-Inspector)
২) কনস্টেবল (Constable)
মোট শূন্যপদ
কনস্টেবল পদে ৪ হাজার ২০৮ টি এবং সাব- ইন্সপেক্টর বা উপ-পরিদর্শক পদে ৪৫২ টি মিলিয়ে মোট ৪৬৬ টি শূণ্য পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়স সীমা
০১.০৭.২০২৪ তারিখ অনুযায়ী উভয় পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন👉: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফের মুখ খুললেন, কী জানালেন তিনি?
আবেদন পদ্ধতি
এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে। যারা যে এলাকার বাসিন্দা সেই এলাকার নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
কনস্টেবল পদে আবেদনের জন্য যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। আর সাব-ইন্সপেক্টর পদে আবেদনের জন্য যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে।
আবেদনের শেষ তারিখ
চাকরির পরে আবেদনের কাজ শুরু হয়েছে ১৫ এপ্রিল ২০২৪ তারিখ থেকে এবং শেষ আবেদন করা যাবে আগামী ১৪ মে ২০২৪ তারিখ পর্যন্ত।
আরও পড়ুন👉: Post Office Schemes: প্রতি মাসে ২০,৫০০ টাকা করে পাবেন পোস্ট অফিসের এই স্কিমে, বিস্তারিত জেনে নিন
নিম্নে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দেওয়া হলো। আর যারা আবেদন সম্পর্কিত আরো একাধিক তথ্য জানতে চান তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি ফলো করার জন্য বলা হচ্ছে।
আজমীর-
www.rrbajmer.gov.in
আহমেদাবাদ-
www.rrbahmedabad.gov.in
বেঙ্গালুরু-
www.rrbbnc.gov.in
কলকাতা-
www.rrbkolkata.gov.in
গুয়াহাটি-
www.rrbguwahati.gov.in
ভোপাল-
www.rrbbhopal.gov.in
জম্মু-শ্রীনগর-
www.rrbjammu.nic.in
ভুবনেশ্বর-
www.rrbbbs.gov.in
গোরখপুর-
www.rrbgkp.gov.in
বিলাসপুর-
www.rrbbilaspur.gov.in
চেন্নাই-
www.rrbchennai.gov.in
চণ্ডীগড়-
Www.rrbcdg.gov.in
রাঁচি-
www.rrbranchi.gov.in
তিরুবনন্তপুরম-
www.rrbthiruvananthapuram.gov.in
মুম্বাই-
www.rrbmumbai.gov.in
শিলিগুড়ি-
www.rrbsiliguri.gov.in
সেকেন্দ্রাবাদ-
www.rrbsecunderabad.gov.in
মুজাফফরপুর-
www.rrbmuzaffarpur.gov.in
মালদা-
www.rrbmalda.gov.in
পাটনা-
www.rrbpatna.gov.in
প্রয়াগরাজ-
www.rrbald.gov.in