বর্ধিত বেতন সহ DA এ মাসেই রাজ্যের সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে! মোট কত টাকা হলো?
রাজ্য সরকারি কর্মীদের জন্য আবারো নতুন সুখবর। গত বছর ২১ ডিসেম্বর তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারি কর্মীদের যে ৪ শতাংশ ডিএ (DA) বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন সেই ডিএ (DA) খুব সরকারি কর্মচারীরা হাতে পাচ্ছেন।
তবে বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে ডিএ (DA) পাওয়ার দাবীতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। শুধু তাই নয় এর পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চও ডিএ (DA) পাওয়ার দাবিতে আন্দোলনে সরব ছিল।
আবার রাজ্য বাজেটের দিন সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ (DA) বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। এখন সকলের মনে একটাই প্রশ্ন তা হল ঘোষণা অনুযায়ী নির্ধারিত ডিএ (DA) কবে থেকে দেওয়া হবে?
বাজেটের দিন এই প্রশ্নের উত্তর হিসেবে জানানো হয় রাজ্য সরকারি কর্মচারীরা তাদের বর্ধিত DA সহ বেতন পাবে মে মাস থেকে। পূর্বের বর্ধিত ১৪ শতাংশ DA-ও রাজ্য সরকারি কর্মচারীরা তাদের একাউন্টের মাধ্যমে পেয়ে যাবে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিএ (DA) বাড়ানো হলে সব থেকে বেশি উপকৃত হবে রাজ্যের বিসিএস ক্যাডাররা। এই পদের মধ্যে সবথেকে উঁচু পদ হল ‘সিনিয়র স্পেশাল সেক্রেটারি’। এই পদে যারা কর্মকর্তা রয়েছে তাদের বেতন সাধারণত ১ লাখ ৯০ হাজারের কাছাকাছি হয়ে থাকে। তবে যদি ৪ শতাংশ বর্ধিত DA হাতে আসে তাহলে তারা প্রায় ৮০০০ টাকা বাড়তি পাবে। অন্য রাজ্য সরকারের কর্মচারী যারা রয়েছে তারা সেই জায়গায় পাবে ৮০০ টাকা।
৪ শতাংশ ডিএ (DA) বাড়ানোর ঘোষণায় যদিও অনেকেই খুশি হয়েছিল তবে সরকারি কর্মচারীদের অধিকাংশ কেন্দ্রীয় হারে ডিএ (DA) পাওয়ার দাবিতে অনার ছিল। এমনকি সরকারি কর্মচারীদের একাংশের মতামত তারা যতক্ষণ না কেন্দ্রীয় হারে পাচ্ছে ততক্ষণ আইনি লড়াই বজায় রাখবে।
আর সংগ্রামী যৌথ মঞ্চের তরফে থেকে বলা হয়, AICPI অনুযায়ী DA-র দাবিতে তাঁরা আন্দোলন করে যাবেন। রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়া নির্দেশ দিয়েছে কারণ কলকাতা হাইকোর্ট থেকে রাজ্য সরকারকে বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছিল তবে রাজ্য সরকার এখন কেন্দ্রীয় হারের ডিএ (DA) প্রদান করতে রাজি হবে কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিত জানা যায়নি।
তবে হাইকোর্ট ডিএ (DA) মেটানোর কথা জানিয়ে যে নির্দেশ দিয়েছিল তা পুনর্বিবেচনা করার জন্য রাজ্যের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল। কিন্তু এই আবেদন খারিজ হয়ে যায়। শেষ পর্যন্ত এই মামলাটি সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত গড়ায়।
কিন্তু কেন্দ্রীয় হারের ডিএ (DA) পাওয়ার জন্য লাগাতার আন্দোলন করে গেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এর পূর্বে সরকারি কর্মীরা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট)-এ জয়ী হয়েছিলেন। তবে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়া মামলাটির রায়ের এখনো শুনানি হয়নি। সর্বোচ্চ আদালত কী রায় দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে সবাই।