School Holiday List May 2024: মে মাস জুড়ে প্রচুর ছুটি! কবে থেকে বন্ধ স্কুল-কলেজ? গরমের ছুটি পড়বে কবে? তালিকা দেখে নিন
School Holiday List May 2024: প্রতিবছর সরকারের তরফ থেকে গ্রীষ্মকালীন ছুটি মে মাসে দেওয়া হয়ে থাকে। মাসের প্রথম দিন থেকেই শুরু হয় ছুটি। তবে এই বছর গরম অনেক বেশি পড়াই মে মাসের আগে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল।
এর আগের বছর গরম অনেক বেশি থাকায় গ্রীষ্মকালীন ছুটি (Summer vacation) লম্বা দিতে হয়েছিল। এই বছরও আবহাওয়ার পরিস্থিতি দেখে অনেকটা সেই রকমই মনে হচ্ছে। গ্রীষ্মকালীন ছুটি এবারও অনেক লম্বা হতে পারে। নিম্নে গ্রীষ্মকালীন ছুটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
অন্যান্য বছরগুলিতে মে বা জুন মাসের দিকে গ্রীষ্মকালীন ছুটি (Summer vacation) দেওয়া হলেও গরমের ভয়াবহতার কারণে এই বছর অনেক আগেই গ্রীষ্মকালীন ছুটি (Summer vacation) ঘোষণা করা হয়েছে। গরমের ছুটি দেওয়ার পর স্কুল গুলি পুনরায় চালু হয় জুন মাসের মাঝামাঝি সময়ে। সরকারের তরফ থেকে এবার জানানো হয়েছে যে গ্রীষ্মকালীন ছুটি (Summer vacation) দেওয়া হলেও পরবর্তীতে গরমের দিকে নজর রেখে তা বাড়ানো হতে পারে বা নাও হতে পারে।
তবে ২০২৪ সালের মে মাসে গরমের ছুটি বাদে আনুষ্ঠানিকভাবে যে দিনগুলিতে ছুটি (School Holiday List May 2024) থাকছে সেগুলি নিম্নে উল্লেখ করা হলো-
আরও পড়ুন👉: Business Idea: মাত্র ১০০০ টাকায় এই ব্যবসা শুরু করে ২ লক্ষ টাকা প্রতি মাসে আয় করতে পারবেন
৮ মে, ২০২৪ বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এরপরে ২৩ মে, ২০২৪ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা রয়েছে।
আনুষ্ঠানিকভাবে এই দুটি দিন ছুটি ছাড়াও এই বছর লোকসভা ভোট (Lok Sabha Election 2024) উপলক্ষে মে মাসে অনেকগুলি ছুটি রয়েছে। একাধিক স্কুলগুলিতে ভোট গ্রহণের কাজ চলায় ভোটের দিন ওই স্কুলগুলি ছুটি বলে ঘোষণা করা হয়েছে।
প্রথম ও দ্বিতীয় দফার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে আগামী ৭ মে, ২০২৪ তারিখ তৃতীয় দফা, ১৩ মে ২০২৪ তারিখ চতুর্থ দফা, ২০ মে ২০২৪ তারিখ পঞ্চম দফা, ২৫ মে ২০২৪ তারিখ ষষ্ঠ দফা ও ২ জুন ২০২৪ তারিখ সপ্তম দফার ভোট রয়েছে। যে তারিখে ভোট রয়েছে ওই দিনগুলিতে স্কুল বন্ধ থাকবে।
আরও পড়ুন👉: Post Office Scheme: প্রতি মাসে ১০,০০০ টাকা পাবেন পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করে