ম্যাজিক দেখতে এই ৩টি জিনিস গুগলে সার্চ করুন!
(১/৫) বর্তমানে Google মানুষের কাছে তথ্যের সম্ভার রূপে নিজেকে মেলে ধরেছে। নিত্যদিন যেকোনো প্রয়োজনে যেকোনো জায়গায় বাঁধা পেলেই Google সার্চ করে দেখে নেন। আর দেখার সাথে সাথেই পেয়ে যান সম্যসার সমাধান। আমাদের প্রয়োজনে প্রত্যেকদিন অনেক কিছুই সার্চ করা হয় গুগলে। তবে এমন তিনটি জিনিস আছে যেটির সম্পর্কে আপনি যদি গুগলে সার্চ করেন তবে তার ফলাফল দেখে রীতিমত আশ্চর্য হবেন।
(২/৫) উক্ত জিনিস গুলির তালিকায় প্রথমেই রয়েছে গুগল গ্র্যাভিটি (Google Gravity), এর পরের স্থানে রয়েছে স্কেল অফ দ্য ইউনিভার্স (Scale of the Universe), ৩ নম্বরে রয়েছে জুম কুইট (Zoom Quiet)। সময় করে একবার হলেও এগুলি google-এ সার্চ করুন ফলাফল দেখে যথারীতি চমকে উঠবেন আপনি।
গুগল গ্র্যাভিটি (Google Gravity):
(৩/৫) আপনি যদি Google Gravity লিখে Google-এ সার্চ করেন তবে আপনি দেখবে যে Google সমস্ত কিছুই পরে যাচ্ছে। ঠিক যেনো মাধ্যাকর্ষণ শক্তির জন্য সমস্ত কিছুই পড়ে যাচ্ছে গুগলে এমনটাই মনে হবে। এই বিষয়টি ২০০৯ সালে মিস্টার ডুব নামক একজন ব্যক্তি ডিজাইন করেন।
স্কেল অফ দ্য ইউনিভার্স (Scale of the Universe):
(৪/৫) আপনি যদি Google-এ Scale of the Universe কথাটি লিখে সার্চ করেন তবে দেখবেন বিশ্বের সকল ছোট-বড় জিনিস। বুর্জ খলিফা (Burj Khalifa) থেকে স্কেল (Scale), চুলের ঘনত্ব সহ একাধিক জিনিস দেখবেন। তাই আপনি যদি এগুলি এখনও একবারও সার্চ (Search) না করে দেখেন তবে দ্রুত সার্চ করে দেখুন।
আরও পড়ুন: Earn from Home: ঘরে বসেই ইনকাম করতে চান? রইলো ৮টি উপায়
জুম কুইট (Zoom Quiet):
(৫/৫) Google-এ যদি আপনি Zoom Quiet কথাটি লিখে সার্চ করেন তবে দেখবেন একটি পেন্টিং (Painting) যেটি অনন্ত অর্থাৎ যার শেষ নেই। আপনি যতই জুম (Zoom) করুন না কেন এর কোনো শেষ আপনি দেখতে পাবেন না। এই বিষয়টি ২০০৪ সালে নিকোলাস বাউমগার্টেন নামক ব্যক্তি ডিজাইন করেন। যে সমস্ত ব্যক্তি নতুন জিনিস সম্পর্কে জানতে আগ্রহী তারা একবার হলেও এই জিনিসগুলি সার্চ করে দেখবেন।
আরও পড়ুন: Ram Mandir: রাম মন্দির নির্মাণে সবচেয়ে বেশি এই ব্যক্তি দান করেছেন! জানলে আকাশ থেকে পড়বেন