আর ৫০০ বা ১০০০ টাকা নয়, এবার মাসে ৯০০০ টাকা পাওয়া যাবে, বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) Seba Sakhi Prakalpa: রাজ্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে চালু হতে চলেছে নয়া প্রকল্প, যার মাধ্যমে মহিলারা মাসে ৫০০ টাকা বা ১,০০০ টাকা নয় পেতে পারবেন ৯,০০০ টাকা। মুখ্যমন্ত্রী তরফ থেকে সূচিত হওয়া সর্বাপেক্ষা জনপ্রিয় প্রকল্পটি হলো ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar)। এই প্রকল্পের অধীনস্থ মহিলারা মাসে মাসে ৫০০ টাকা বা ১,০০০ টাকা পেয়ে থাকেন।

(২/৬) রাজ্য সরকারের (State Government) পক্ষ থেকে মহিলাদের কথা মাথায় রেখে ঘোষিত হতে চলেছে এক নতুন প্রকল্প। এই প্রকল্পের আওতাভুক্ত মহিলারা মাসে পেতে পারবেন প্রতিমাসে ৯০০০ টাকা অবধি। এই নতুন বছরে মহিলাদের জন্য সুখবর নিয়ে এসেছে রাজ্য সরকার (Government of West Bengal)।

(৩/৬) রাজ্য সরকারের তরফ থেকে ঘোষিত হয়েছে ‘সেবা সখী প্রকল্প’ (Seba Sakhi Prakalpa) নামক নতুন একটি প্রকল্প। এই প্রকল্পের অধীনে বয়স্ক বা শয্যাশায়ী কোন ব্যক্তিকে সেবা প্রদান করার জন্য মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণরত অবস্থায় অর্থাৎ ট্রেনিং পিরিয়ডে মহিলাদের প্রদান করা হবে অর্থ। মহিলারা যাতে স্বনির্ভর হয়ে উঠতে পারে এবং মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই রাজ্য সরকারের (State Government) তরফ থেকে এই প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে।

(৪/৬) ‘গ্রামীণ জীবিকা মিশন’ নামক প্রকল্পের অধীনে মহিলাদের দেওয়া হবে প্রশিক্ষণ। প্রত্যেক জেলার প্রতিটি ব্লক থেকে ২০ থেকে ৪০ জন মহিলা এই প্রকল্পের অধীনে কাজ করার সুযোগ পাবেন। এই প্রকল্পের অধীনে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক নির্বাচিত মহিলাদের মৌলিক চিকিৎসা সেবা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। ড্রেসিং করা, ব্যান্ডেজ করা, রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিসের মতো একাধিক মৌলিক চিকিৎসা এবং রোগীর পরিচর্যা সংক্রান্ত বিষয়াদির প্রশিক্ষণ দেওয়া হবে উক্ত প্রকল্পের অধীনে।

(৫/৬) তবে রাজ্য সরকারের (Government of West Bengal) পক্ষ থেকে উক্ত প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে সে সম্পর্কে এখনো বিস্তারিত কোন তথ্য সামনে আনা হয়নি। তবে সরকারের পক্ষ থেকে দ্রুত এই প্রকল্পের জন্য একটি পাইলট প্রকল্প চালু করা হবে। বারুইপুর (Baruipur), রাজারহাট (Rajarhat), পাঁশকুড়া (Panskura) ও আমতা (Amata) এই চারটি ব্লকে পাইলট প্রকল্পের কাজ চলবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৬/৬) প্রত্যেক ব্লক থেকে আগ্রহী প্রার্থীদের মধ্যে ২০ জন মহিলাকে নির্বাচন করে প্রশিক্ষণ দেওয়া হবে। কলকাতার ইনস্টিটিউট অফ জেরোন্টোলজি (Calcutta Institute of Jerontology)-তে প্রশিক্ষণ দেওয়া হবে নির্বাচিত মহিলাদের। প্রশিক্ষণরত মহিলারা যদি শহরাঞ্চলের নিযুক্ত হন তবে প্রত্যহ ৩০০ টাকা এবং গ্রামাঞ্চলের নিযুক্ত হলে প্রত্যহ ২৫৫ টাকা করে পারিশ্রমিক পাবেন। অর্থাৎ শহর অঞ্চলের কর্মীরা মাসে ৯০০০ টাকা এবং গ্রামাঞ্চলের কর্মীরা মাসে ৭৬৫০ টাকা করে পারিশ্রমিক পাবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন