১,১১৩ শূন্যপদে রেলে নিয়োগ চলছে! মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় রেল বিভাগের তরফ থেকে প্রকাশিত হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি (Railway Dept Recruitment 2024)। বিজ্ঞপ্তি অনুসারে চাকরিপ্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাসে সংশ্লিষ্ট চাকরির জন্য আবেদন করতে পারবেন। ভারতীয় নাগরিক হলেই করতে পারবেন আবেদন। কোন পরীক্ষা ছাড়াই মেধার ভিত্তিতে করা হবে নিয়োগ।
নিয়োগকারী সংস্থা ( Name Of The Recruitment Board):
দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে (South East Central Railway) বিভাগের তরফ থেকে করা হবে কর্মী নিয়োগ।
পদের নাম (Name Of The Post):
রেল বিভাগের তরফ থেকে অ্যাপ্রেন্টিস পদে করা হবে নিয়োগ। যদিও বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করা হবে কর্মী।
বয়সের সময়সীমা (Age Limit):
সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ১৫ বছর থেকে ২৪ বছর হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেনিদের জন্য রয়েছে বয়সের ছাড়।
আরও পড়ুন👉: Madhyamik Results 2024: মাধ্যমিকের ফলাফল প্রকাশ হবে এই দিনে! কীভাবে দেখবেন? জানুন বিস্তারিত
নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process):
সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হবে কোনো রকম পরীক্ষা। আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক পাশ এবং ITI কোর্সে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রস্তুত করে করা হবে নিয়োগ।
আবেদন পদ্ধতি (Application Process):
আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.apprenticeshipindia.org-তে গিয়ে আবেদন লিংকে ক্লিক করে মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):
আগ্রহী আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইটিআই কোর্স করা থাকতে হবে।
আবেদনের সময়সীমা (Last Date Of Application):
১ মে ২০২৪ অবধি আগ্রহী আবেদনকারী প্রার্থীরা করতে পারবেন আবেদন।
আরও পড়ুন👉: Money Making Tips: গৃহিণীরা লাখ লাখ টাকা পেয়ে যাবেন প্রতি মাসে ৫০০ টাকা বিনিয়োগ করেই! পদ্ধতি জেনে নিন