SSC: সুপ্রিম কোর্টে আজ এসএসসি মামলার শুনানি, চাকরি বাতিলে কি স্থগিতাদেশ দেওয়া হবে?
সম্প্রতি কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ২০১৬ সালের এসএসসি (SSC) নিয়োগের সমস্ত প্যানেল বাতিল বলে ঘোষণা করেছে। এরই মধ্যে আজ আবার সুপ্রিম কোর্টে (Supreme Court) স্কুল সার্ভিস কমিশনের (West Bengal School Service Commission) নিয়োগ মামলার শুনানির তারিখ রয়েছে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে যারা চাকরি হারা হয়েছেন তারা আজকে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের আশায় রয়েছেন।
এর পূর্বে এই মামলার শুনানি ছিল ২৯ এপ্রিল তারিখে। ঐদিন সর্বোচ্চ আদালত জানিয়েছিল যে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধে অতিরিক্ত পদ সৃষ্টি করার জন্য সিবিআই (CBI) কোন ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। তবে ঐদিন চাকরিহারাদের নিয়ে তেমন কোন আশার বাণী সর্বোচ্চ আদালত ঘোষণা করেনি তাই আজকের শুনানিতে আদালত কি ঘোষণা করে সেই দিকে তাকিয়ে রয়েছে সকলে।
বর্তমানে এই মামলাটি সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud), জে বি পার্দিওয়ালা (JB Pardiwala) এবং বিচারপতি মনোজ মিশ্রর (Manoj Misra) ডিভিশন বেঞ্চে রয়েছে। ৩০ নম্বরে থাকা এই মামলার শুনানি আজকে রয়েছে।
এর আগের শুনানিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফ থেকে প্রধান বিচারপতি ঘোষণা করেছিলেন যে এত বিপুল পরিমাণে চাকরি-বাতিলের সিদ্ধান্ত অবশ্যই বড় একটি সিদ্ধান্ত আর এরকম সিদ্ধান্তের মুখোমুখি আদালত তখনই হয় যদি সামনে আর কোন উপায় না থাকে।
ঐদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) আরও বলেন যে, “প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি।” তার জন্য আরো পর্যবেক্ষণ এবং যথাযথ তদন্ত করে তবে সিদ্ধান্তে আসা দরকার।