২,০৪৯ টি শূন্যপদে SSC-এর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! আবেদন প্রক্রিয়া জেনে নিন
ssc recruitment 2024 2049 vacancy
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের (SSC) তরফ থেকে প্রকাশিত হয়েছে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি। উক্ত পদের জন্য পুরুষ মহিলা উভয় চাকরিপ্রার্থীই আবেদন করতে পারবেন। উক্ত চাকরির সংক্রান্ত বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম (Name Of The Post):
স্টাফ সিলেকশন কমিশনের (SSC) পক্ষ থেকে Phase XII–সিলেকশন পোস্টে করা হবে কর্মী নিয়োগ।
শূন্যপদের সংখ্যা (Number Of Vacancy):
স্টাফ সিলেকশন কমিশনের(SSC) পক্ষ থেকে উক্ত মোট ২০৪৯ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে।
বয়সের সময়সীমা (Age Limit):
উক্ত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৪২ বছর হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
আরও পড়ুন: DA News: এরাজ্যের সরকারি কর্মীদের ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নের
আবেদন পদ্ধতি (Application Process):
আগ্রহী প্রার্থীরা উক্ত পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের (SSC) অফিসিয়াল ওয়েবসাইটে (https://ssc.nic.in/) গিয়ে ইমেল আইডি (Emai।l I’d) এবং ফোন নাম্বার (Mobile Number) দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। এরপর আবেদন পত্রটি যথাযথভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং নির্ধারিত নথি গুলি স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদন বাবদ অর্থ জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে এবং শেষে একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে।
আবেদন মূল্য (Application Fees):
উক্ত পদে আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন বাবদ ১০০ টাকা জমা করতে হবে। মহিলাদের এবং SC/ST/PwD প্রার্থীদের কোনরকম আবেদন বাবদ অর্থ দিতে হবে না অর্থাৎ তারা বিনামূল্যে এই আবেদন ফরমটি জমা করতে পারবেন।
আরও পড়ুন: প্রতি মাসে ২০ হাজার টাকা করে আজীবন পাবেন! পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিম জেনে নিন
নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process):
উক্ত পদে চাকরির জন্য যে সকল প্রার্থীরা আবেদন করেছেন তাদের কম্পিউটার বেস টেস্ট পরীক্ষা দিতে হবে। তারপর মেধাতালিকার ভিত্তিতে করা হবে নিয়োগ।
আবেদনের সময়সীমা (Last Date Of Application):
আগ্রহী প্রার্থীরা উক্ত চাকরির জন্য ১৮ মার্চ ২০২৪ তারিখ অবধি আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: Abhijit Ganguly: বিজেপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়! প্রার্থী হবেন? যা বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি
পরীক্ষার তারিখ (Exam Date):
যে সকল আগ্রহী প্রার্থীরা উক্ত পদের জন্য আবেদন করবেন তাদের পরীক্ষা চলতি বছর ৬ মে থেকে ৮ মের মধ্যে অনুষ্ঠিত হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):
আবেদনকারী প্রার্থীদের অবশ্যই যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানটিকে মাধ্যমিক পাস হতে হবে। তবে উচ্চ মাধ্যমিক পাস বা স্নাতক পাস প্রার্থীরাও উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।
হেল্প লাইন নাম্বার (Help Line Number):
আবেদন প্রক্রিয়া সম্পর্কে কোন প্রার্থীর কিছু জানবার থাকলে সে অবশ্যই হেল্পলাইন নাম্বার 1800 309 3063-এ যোগাযোগ করতে পারেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
WhatsApp Group-এ যুক্ত হন👉 | যুক্ত হন |
অফিসিয়াল ওয়েবসাইট👉 | এখানে দেখুন |
অফিসিয়াল নোটিফিকেশন👉 | এখানে দেখুন |