SSC: অবশেষে এসএসসি-র মাধ্যমে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি! শীঘ্রই আবেদন করুন
SSC Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য সুসংবাদ। স্টাফ সিলেকশন কমিশনের (SSC) তরফ থেকে অসংখ্য শূন্য পদে করা হবে কর্মী নিয়োগ। কেন্দ্রীয় সরকারের একাধিক বিভাগ মন্ত্র এবং পরিষেবা ক্ষেত্রে জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার পদে করা হবে কর্মী নিয়োগ। গত বৃহস্পতিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শূন্যপদের সংখ্যা (Number Of Vacancy):
স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার (Civil, Mechanical and Electrical) পদে সর্বমোট ৯৬৮ টি শূন্য পদে করা হবে কর্মী নিয়োগ। বিজ্ঞপ্তি অনুসারে, কেন্দ্রীয় সরকারি সংস্থা, দফতর, মন্ত্রকের বর্ডার রোডস অর্গানাইজেশন, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সেন্ট্রাল ওয়াটার কমিশন ছাড়াও আরও একাধিক বিভাগে করা হবে কর্মী নিয়োগ।
বয়সের সময়সীমা (Age Limit):
স্টাফ সিলেকশন কমিশনের সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ৩০ বা ৩২ বছরের মধ্যে থাকতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শ্রেণীর জন্য রয়েছে বয়সের ছাড়।
মাসিক বেতন (Monthly Salary):
সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে, সংশ্লিষ্ট পদে নিযুক্ত প্রার্থীদের পদ অনুযায়ী প্রতি মাসে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২, ৪০০ টাকা অবধি বেতন দেওয়া হবে।
আরও পড়ুন👉: সরাসরি LIC-তে নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করে ফেলুন, রইলো পদ্ধতি (LIC Recruitment 2024)
আবেদন পদ্ধতি (Application Process):
সংশ্লিষ্ট পদে আগ্রহী আবেদনকারী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশনের (SSC) অফিসিয়াল ওয়েবসাইটে (https://ssc.gov.in) গিয়ে আবেদন জানাতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process):
স্টাফ সিলেকশন কমিশনের (SSC) সংশ্লিষ্ট পদে আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার বেস পরীক্ষার মাধ্যমে মেধা তালিকা প্রস্তুত করে করা হবে নিয়োগ। নিয়োগ সংক্রান্ত পরীক্ষাটি সম্ভাবত ৪ জুন থেকে ৬ জুন ২০২৪ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন👉: DA News: ফের DA বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের! কত টাকা বাড়বে? জেনে নিন
আবেদন মূল্য (Application Fees):
মহিলা এবং সংরক্ষিত শ্রেণী বাদের বাকি আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):
স্টাফ সিলেকশন কমিশনের (SSC) বিভিন্ন পদে আবেদনের জন্য রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও পেশাদারি অভিজ্ঞতার ভিন্ন ভিন্ন মানদন্ড। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে (https://ssc.gov.in) গিয়ে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন।
আরও পড়ুন👉: Summer Vacation: এবার স্কুলে এই ২২ দিন থাকবে গরমের ছুটি, ‘বোনাস’ রয়েছে উত্তরবঙ্গের জন্য
আবেদনের সময়সীমা (Last Date Of Application):
সংশ্লিষ্ট পদের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীরা ১৯ এপ্রিল ২০২৪ অবধি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন।
আরও পড়ুন👉: Good News! ১০,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে আবেদন করলেই! রাজ্য সরকারের নতুন প্রকল্প জেনে নিন
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: Heat Wave: এই ৫ জেলায় তাপপ্রবাহের জন্য সতর্কতা জারি হল! এর থেকে বাঁচতে কী কী করেবন? রইলো বিস্তারিত