SSC-TET: নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যসচিবকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

নিয়োগ দুর্নীতি মামলার রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গত বুধবার দিন নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে সরকারি পদে থাকা ব্যক্তিদের ওপর চার্জ গঠন নিয়ে মুখ্য সচিবকে জবাব দিতে বলা হলেও কোন এবিষয়ে মুখ খোলেনি তিনি। কার্যত এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচিবিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ উক্ত দিন নির্দেশ দিয়েছেন যে আগামী মঙ্গলবারের মধ্যে এই বিষয়ে রাজ্যের অবস্থান নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট পেশ করতে হবে আদালতে। নতুবা মুখ্যসচিব মাননীয় বি পি গোপালিককে সশরীরে উপস্থিত থাকতে হবে আদালতে।

বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ উক্ত দিন সংশ্লিষ্ট রিপোর্টটি আদালতে পেশ না করাই গভর্নমেন্ট প্লিডারকে নোটিস দিয়ে ডেকে পাঠায়। গভর্নমেন্ট প্লিডার অনির্বাণ রায় সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চে উপস্থিত থেকে বলেন, বর্তমানে মুখ্যসচিব লোকসভা নির্বাচনের জন্য কাজে ব্যস্ত রয়েছেন।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচি তারপর বলেন, মুখ্যসচিব একটি সিদ্ধান্ত নিতে পারলেন না দেড় বছরের মধ্যে! কিছুদিন আগেই ঘোষিত হয়েছিল লোকসভা নির্বাচন।

আরও পড়ুন👉: Lok Sabha Election 2024: আজ থেকেই ভোট দিতে পারবেন বাড়ি থেকে! রইলো পদ্ধতি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

কলকাতা হাইকোর্টের তরফ থেকে আরও একটি সুযোগ প্রদান করা হয়েছে মুখ্যসচিবকে। আগামী মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে রিপোর্ট আদালতে জমা না করলে, মাননীয় মুখ্যসচিবকে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেবে আদালত।

নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের আওতায় CBI-এর তরফ থেকে জারি করা হয়েছে চার্জশিট। তবে রাজ্য অনুমোদন না দিলে চার্জশিট গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। এই বিষয়টি জানার পরই কলকাতা হাইকোর্টের ডিভিশন ব্যাঞ্চ রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন করে মুখ্যসচিবের কাছে এবিষয়ে জবাব দিতে বলা হয়েছিল।

আরও পড়ুন👉: Gold Price Today: সোনার দাম উর্ধ্বমুখী, প্রতিদিন রেকর্ড উচ্চতায়, আজ কলকাতায় দাম কত?

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: SSC CHSL: ৫০০০ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসি-র, এইভাবে আবেদন করুন