SBI Fixed Deposit: স্টেট ব্যাঙ্কের FD-তে সুদ বাড়ল, কত পাবেন এখন টাকা রাখলে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

SBI Fixed Deposit: মাত্র আর কদিন পরই শেষ হতে চলেছে ২০২৩। বছরের শেষলগ্নে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) জানালো একটি খুশির খবর। স্থায়ী আমানতের (Fixed Deposit) ওপর সুদের হার বৃদ্ধি করল স্টেট ব্যাংক (State Bank of India)। 2 কোটি টাকার নিচে Fixed Deposit-এর ক্ষেত্রে এই সুদের হারটি কার্যকরী হবে। ২৭ ডিসেম্বর ২০২৩ থেকে এই নিয়মটি কার্যকরী হবে।

কোন মেয়াদে কত সুদ?

বর্তমানে স্টেট ব্যাংক (SBI) ১ বছর থেকে ২ বছরের কম সময় সীমায় বৈধতাপ্রাপ্ত FD গুলি এবং ২ বছর থেকে ৩ বছরের কম সময়ের বৈধতা প্রাপ্ত Fixed Deposit এবং ৫ থেকে ১০ বছর সময়ের মধ্যে বৈধতা প্রাপ্ত FD গুলি বাদ দিয়ে বাকি FD গুলিতে সুদের হার বৃদ্ধি করেছে।

৭ দিন থেকে ৪৫ দিনের মধ্যে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)-এর ক্ষেত্রে স্টেট ব্যাংক (State Bank of India) ৫০ বেসিস পয়েন্ট (BPS) হার বৃদ্ধি করেছে। বর্তমানে এই আমানত গুলি (Fixed Deposit) থেকে আপনি ৩.৫০ শতাংশ সুদের হার পাবেন।

৪৬ দিন থেকে ১৭৯ দিনের FD-এর ক্ষেত্রে ব্যাংক ২৫ বেসিস পয়েন্ট (bps) বৃদ্ধি করেছে। এই FD-এর ক্ষেত্রে সুদের হার ৪.৭৫ % হয়েছে। ১৮০ দিন থেকে ২১০ দিনের FD-এর ক্ষেত্রে স্টেট ব্যাংক ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। উক্ত FD-এর ক্ষেত্রে সুদের হার ৫.৭৫% করা হয়েছে।

২১১ দিনে FD-এর ক্ষেত্রে ২৫ বেসিস পয়েন্ট (bps) বৃদ্ধি পেয়েছে। ১ বছরের কম সময়ের FD গুলিতে ক্ষেত্রে ৬% সুদের হার বৃদ্ধি করা হয়েছে। ৩ বছর এবং ৫ বছরের কম সময়ের FD গুলির ক্ষেত্রে ২৫ বেসিস পয়েন্ট (bps) বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে সুদের হার ৬.৭৫ % করা হয়েছে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

SBI Fixed Deposit গুলির নতুন হার

৭ দিন থেকে ৪৫ দিনের কম সময়ের FD গুলির ক্ষেত্রে সুদের হার ৩.৫০ %

৪৬ দিন থেকে ১৭৯ দিনের কম সময়ে বৈধতা প্রাপ্ত Fiexd deposit গুলির ক্ষেত্রে সুদের হার ৪.৭৫ %

১৮০ দিন থেকে ২১০ দিনের কম সময়ে বৈধতা প্রাপ্ত FD গুলির ক্ষেত্রে ৫.৭৫%

২১১ দিন থেকে ৩৬৫ দিনের কম সময়ে বৈধতা প্রাপ্ত FD গুলির ক্ষেত্রে ৬%

৩৬৫ দিন থেকে ৭৩০ দিনের কম সময়ে বৈধতা প্রাপ্ত FD গুলির ক্ষেত্রে ৬.৮০%

২ বছর থেকে ৩ বছরের কম সময়ে বৈধতা প্রাপ্ত FD গুলির ক্ষেত্রে ৭.০০%

৩ বছর থেকে ৫ বছরের কম সময়ে বৈধতা প্রাপ্ত FD গুলির ক্ষেত্রে ৬.৭৫%

৫ বছর থেকে ১০ বছর অবধি FD গুলির ক্ষেত্রে ৬.৫০%

প্রবীণ নাগরিকদের জন্য SBI FD রেট

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) ওপর ৫০ বেসিস পয়েন্ট (bps) বৃদ্ধি পেয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) ৭ দিন থেকে ১০ বছরের সময় সীমায় FD গুলির উপর ৪ থেকে ৭.৫% অবধি সুদ বৃদ্ধি করা হয়েছে।

৭ দিন থেকে ৪৫ দিনের FD গুলিতে ৪%

৪৬ দিন থেকে ১৭৯ দিনের FD গুলিতে ৫.২৫%

১৮০ দিন ২১০ দিনের FD গুলিতে ৬.২৫%

২১১ দিন থেকে ১ বছরের কম সময়ে বৈধতা প্রাপ্ত FD গুলিতে ৬.৫%

১ বছর থেকে ২ বছরের কম সময় সীমার FD গুলিতে ৭.৩০ %

২ বছর থেকে ৩ বছরের কম সময় সীমার FD গুলিতে ৭.৫০%

৩ বছর থেকে ৫ বছরের কম সময় সীমার FD গুলিতে ৭.২৫ %

৫ বছর থেকে ১০ বছরের অবধি FD গুলিতে ৭.৫%

এর আগে ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে সুদের হার সংশোধন করা হয়েছিল।

যে ব্যাঙ্কগুলি ২০২৩ সালের ডিসেম্বরে ফিক্সড ডিপোজিট রেট বাড়িয়েছিল

২০২৩ সালের ডিসেম্বর মাসে ফিক্সড ডিপোজিটের উপর সুদের বৃদ্ধিতে ৫ম স্থানে আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), ফেডারেল ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং DCB ব্যাঙ্ক গুলিও ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) উপর সুদের হার বৃদ্ধি করেছে। RBI ৪ ডিসেম্বর MPC আলোচনা সভায় একটানা ৫ বার তাদের মূল রেপো রেট ৬.৫ শতাংশতে বহাল রেখেছে। এরপরও সুদের হার বৃদ্ধি করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া(SBI)

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন