SBI-তে অ্যাকাউন্ট আছে? ৩১ মার্চের মধ্যে এই কাজটি করলেই লাগবে লটারি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

State Bank of India Fixed Deposit: সাধারণ মানুষদের কথা স্মরণ রেখেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) দুটি অত্যন্ত লাভজনক ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিম চালু করেছে। এই দুটি ফিক্স ডিপোজিটে (FD) সাধারণ ফিক্সড ডিপোজিটর তুলনায় অধিক সুদের হার প্রদান করছেন ব্যাংক। আপনি যদি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার করার কথা ভেবে থাকেন তবে আপনার জন্য সুখবর।

স্টেট ব্যাংকের (SBI) এই বিশেষ দুটি ফিক্স ডিপোজিটে (FD) প্রদান করা হচ্ছে অধিক সুদের হার। প্রবীণ নাগরিকদের জন্য প্রদান করা হবে বিশেষ সুদের হার। স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট (SBI Bank Account) থাকলে আপনিও এই স্কিমে বিনিয়োগ করে হতে পারেন লাভবান। ৩১ মার্চ এই দুটি স্কিমে বিনিয়োগ করার শেষ দিন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দুটি বিশেষ এফডি স্কিম হল ‘অমৃত কলস ডিপোজিট স্কিম’ এবং ‘উই কেয়ার ডিপোজিট স্কিম’। এই স্কিমে বিনিয়োগ করার লাস্ট ডেট হল চলতি বছর ৩১ মার্চ। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত অনুসারে, মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পাওয়ায় ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার কমতে পারে। সেজন্য এই স্কিমে যদি আপনি আগে থেকে বিনিয়োগ করে রাখেন তবে পাবেন অধিক লভ্যাংশ।

অমৃত কলস ডিপোজিট স্কিম:

অমৃত কলস ফিক্স ডিপোজিটের ১ বছর থেকে ২ বছরের কম সময়ের স্থায়ী আমানতের ওপর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সুদের হার ৬.৮০ শতাংশ। এই স্কিমের অধীনে ৪০০দিনের স্থায়ী আমানতের ওপর সুদের হার ৭.১০ শতাংশ। তবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই স্কিমে সুদের হার ৭.৬০ শতাংশ

আরও পড়ুন👉: Lok Sabha Election 2024: আপনার কেন্দ্রের প্রার্থীর নামে কী কী কেস আছে? মোবাইলে চেক করুন এইভাবে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

উই কেয়ার ডিপোজিট স্কিম:

এই স্কিমটি মূলত প্রবীণ নাগরিকদের জন্য। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫ বছরের মেয়াদ যুক্ত সাধারণ স্থায়ী আমানতের সুদের হার ৬.৫ শতাংশ। তবে উই কেয়ার ডিপোজিট স্কিমে প্রবীণ নাগরিকদের ১০০ বেসিস পয়েন্ট বা ১ শতাংশ বেশি সুদ প্রদান করা হচ্ছে। উক্ত স্কিমে বার্ষিক সুদের হার ৭.৫ শতাংশ। উক্ত স্কিমে বিনিয়োগের সর্বনিন্ম মেয়াদের সীমা হল ৫ বছর এবং ১০ বছর।

আরও পড়ুন👉: Aadhaar-Mobile Link: আধারের সঙ্গে মোবাইল নম্বর কী ভাবে লিঙ্ক করবেন? UIDAI-এর দেওয়া সহজ পদ্ধতি জেনে নিন

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন👉: মোবাইলের স্পিড কমে গিয়েছে? এই সেটিংস-এই পুরনো ফোন হবে নতুনের মতো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *