SBI Loan: গ্যারেন্টার ছাড়াই শুধু আধার কার্ডে ৯ লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছে SBI! কী ভাবে আবেদন করবেন?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

SBI Loan Offer: বর্তমান দেশ এখন বেকারত্বে ভরপুর। এই অবস্থায় শিক্ষিত ছেলেমেয়েদের চাকরির হাল ছেড়ে ব্যবসার উপর নির্ভরশীল হতে হচ্ছে। তবে ব্যবসা করতে হলেও তো মোটা অংকের অর্থের প্রয়োজন হয়, সেই টাকা তারা কোথায় পাবে? তার জন্য অধিকাংশ জনই ঋণের দিকে ঝুঁকে পড়ছে। আর লোন (Loan) নেওয়ার জন্য অধিকাংশই ব্যাংকের আশায় থাকে তবে এখন ব্যাংক থেকে লোন নেওয়াও খুব একটা সহজসাধ্য কাজ নয়।

আপনি যদি ব্যাংক থেকে ঋণ নিতে চান তাহলে তার জন্য আপনাকে সঙ্গে একজন গ্যারেন্টার রাখতে হবে। যদি তা না থাকে তাহলে কোন কিছু বন্ধক রাখতে হয়। এগুলো ছাড়া ব্যাংক (Bank) আপনার লোন (Loan) অ্যাপ্রুভ করবে না।

কিন্তু আপনি যদি স্টেট ব্যাংকের (State Bank of India) গ্রাহক হয়ে থাকেন তাহলে কোন রকম গ্যারান্টার ছাড়াই ৫০০০০ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (Bank Loan) নিতে পারবেন।

আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) প্রচলিত মুদ্রা ঋণের জন্য আবেদন করেন তাহলে তার জন্য আপনার কোনো গ্যারেন্টারের প্রয়োজন নেই। কারণ এটি কেন্দ্রীয় প্রকল্পের মধ্যে পড়ছে।

আরও পড়ুন👉: এবার এই নতুন উপায়ে ব্যাঙ্কে টাকা জমা করা যাবে, জেনে নিন কীভাবে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আবার এখান থেকে লোন (Loan) নেওয়ার জন্য নথি যাচাইয়ের মত দীর্ঘ সময়ের অপেক্ষারও প্রয়োজন নেই। আপনার কাছে যদি আধার কার্ড (Aadhaar Card) থাকে তাহলে শুধুমাত্র এই একটি নথি দিয়েই আপনি ঋণ নিতে পারবেন।

তবে শর্ত হিসেবে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে। কারণ আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করা থাকলে ঋণ প্রদানে সেটি অনেক সহজ হয়। ফলে কোন ঝামেলা ছাড়াই আপনি খুব দ্রুত সময়ের মধ্যে ঋণ পেয়ে যাবেন।

মুদ্রা লোন পাওয়ার জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে স্টেট ব্যাংকের নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে ই-মুদ্রা (e-Mudra) ঋণের বিকল্পটি SBI-এর ওয়েবসাইটের হোম পেজে দেখা যাবে। এখানে ক্লিক করলে একটি আবেদনের ফর্ম প্রদর্শিত হবে। সেটি পূরণ করে যাবতীয় কাজ সম্পন্ন করলে আপনাকে ঋণ দেওয়া হবে।

আরও পড়ুন👉: ৫০,০০০ টাকার লোন পাবেন Aadhaar Card দিয়েই!পদ্ধতি জেনে নিন

এই ভাবে বাড়িতে বসেই স্টেট ব্যাংকের মাধ্যমে শুধুমাত্র আধার কার্ড (Aadhaar Card) ব্যবহার করেই আপনি লোন (Loan) নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার লোনের পরিমাণ ৫০ হাজার টাকা থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। ব্যাংক আপনার সুবিধা অনুযায়ী আপনাকে লোন প্রদান করবে। ব্যবসা বা অন্য কোন প্রয়োজনীয় কাজের জন্য আপনি এই লোন নিতে পারেন। এই টাকা পরবর্তীতে কিস্তির মাধ্যমে শোধ করার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন👉: Big News: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন সামনে এলো! জেনে নিন এখনই

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: WB Weather Update: ১লা বৈশাখেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আগামী ৭দিন ধরে বৃষ্টি হবে এই জেলাগুলিতে