Strongest Currency List: ভারতীয় টাকার স্থান বিশ্বের শক্তিশালী মুদ্রার তালিকায় কততে? প্রথম ১০ কাদের দখলে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Strongest Currency List: আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনো সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করে কোনো দেশের মুদ্রা (Currency)। কোনো দেশের মুদ্রা ব্যবস্থাকে সেই দেশের অর্থনৈতিক জীবনীশক্তি হিসাবে গণ্য করা হয়। কোন দেশের মুদ্রা ব্যবস্থা দেখে অনুমান করা যায় সেই দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। রাষ্ট্রসঙ্ঘের তরফ থেকে বিশ্বের ১৮০ টি দেশের মুদ্রাকে লেনদেনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। যদিও সকল দেশের মুদ্রার মান সমান নয়।

ফোর্বসের তরফ থেকে প্রকাশিত হয়েছে মুদ্রা শক্তির (Strongest Currency) তালিকা। উক্ত তালিকা অনুযায়ী, কোনো দেশের মুদ্রার মান কত তা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। উক্ত তালিকায় প্রথম দশ স্থান অধিকার করেছে কোন কোন দেশের মুদ্রা? তালিকার শীর্ষে রয়েছে কোন দেশের মুদ্রা? ভারতীয় মুদ্রাই (Indian Currency) বা আছে কত নম্বরে? জেনে নিন বিস্তারিত।

ফোর্বসের তরফ থেকে প্রকাশিত উক্ত তালিকা অনুসারে, তালিকার প্রথম স্থানে রয়েছে কুয়েতের মুদ্রা। মধ্য প্রাচ্যের এই দেশটির মুদ্রা কুয়েতি দিনার নামে পরিচিত। ১ কুয়েতি দিনার সমান ভারতীয় মুদ্রায় ২৭০.২৩ টাকা এবং ৩.২৫ মার্কিন ডলারের সমতুল্য। উক্ত তালিকায় ২নম্বর স্থান অধিকার করেছে বাহরাইনি দিনার১ বাহরাইনি দিনার সমান ভারতীয় মুদ্রায় ২২০.৪ টাকা এবং মার্কিন মুদ্রায় ২.৬৫ ডলার

উক্ত তালিকায় ৩নম্বর স্থানে রয়েছে ওমানের মুদ্রা১ ওমান রিয়াল সমান ভারতীয় মুদ্রায় ২১৫.৮৪ টাকা এবং মার্কিন মুদ্রায় ২.৬০ ডলার। উক্ত তালিকার ৪ নম্বর স্থান অধিকার করেছে জর্ডনিয়ার দিনার। ১ জর্ডনিয়ার দিনার সমান ভারতীয় মুদ্রায় ১১৭.১০ টাকা এবং মার্কিন মুদ্রায় ১.১৪১ ডলার। উক্ত তালিকায় ৫ম স্থানে রয়েছে জিব্রাল্টার পাউন্ড। ১ জিব্রাল্টার পাউন্ড সমান ভারতীয় মুদ্রায় ১০৫.৫২ টাকা এবং মার্কিন মুদ্রায় ১.২৭ মার্কিন ডলার

উক্ত তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ইংল্যান্ডের পাউন্ড। ১ ব্রিটিশ পাউন্ড (Pound) সমান ভারতীয় মুদ্রায় ১০৫.৫৪ টাকা এবং মার্কিন মুদ্রায় ১.২৭ ডলার (Dollar) । উক্ত তালিকায় ৭ম স্থানে রয়েছে কেইম্যান আইল্যান্ড ডলার। ১ কেইম্যান আইল্যান্ড ডলার সমান ভারতীয় মুদ্রায় ৯৯.৭৬ টাকা এবং মার্কিন মুদ্রায় ১.২০ মার্কিন ডলার (Dollar)। উক্ত তালিকায় ৮ম স্থানে রয়েছে সুইস ফ্রাঙ্ক। ১ সুইস ফ্রাঙ্ক সমান ভারতীয় মুদ্রায় ৯৭.৫৪ টাকা এবং ১.১৭ মার্কিন ডলার। উক্ত তালিকায় নবম স্থানে রয়েছে ইউরো। ১ ইউরো সমান ভারতীয় মুদ্রায় ৯০.৮০ টাকা এবং মার্কিন মুদ্রায় ১.০৯ ডলার

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আন্তর্জাতিক বাজারে লেনদেনের জন্য সবথেকে বেশি পরিমাণে ব্যবহৃত হয় মার্কিন ডলার। আন্তর্জাতিক বাজারে মার্কিন মুদ্রার প্রভাব সর্বাধিক। মুদ্রা শক্তির এই তালিকায় দশম স্থানে রয়েছে মার্কিন ডলার। ১ মার্কিন ডলার সমান ভারতীয় মুদ্রায় ৮৩.১০ টাকা। গত বুধবার দিন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ওয়েবসাইটের তরফ থেকে প্রকাশিত বিশ্বের শক্তিশালী মুদ্রার তালিকার তথ্য অনুসারে, ভারতীয় দেশের মুদ্রা অর্থাৎ রুপি অধিকার করেছে ১৫ তম স্থানে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন