মাধ্যমিকে মনমতো রেজাল্ট হয়নি? রইল মনখারাপ কাটিয়ে নতুন উদ্যমে প্রস্তুতির টিপস

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

কিছু দিন আগে মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result) প্রকাশিত হয়েছে। ঐদিন অনেকেই ভালো ফলাফল করেছে আবার অনেকে কাঙ্খিত ফলাফল না পাওয়াই তাদের মন ভারাক্রান্ত হয়েছে। সঙ্গে তো রয়েছে পরিবার অথবা প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের সমালোচনার ঝড়। 

এই অবস্থায় নিজেকে সংযত করে রেখে আগামীর জন্য প্রস্তুত করা অনেক বেশি কঠিন। তবে এটি অসম্ভব কিছুই নয়। যেকোনো একটি পরীক্ষা জীবনের সবকিছু হতে পারে না। এটি শুধুমাত্র জীবনের একটি অংশ মাত্র, যেমন ভাবে একটি সমগ্র বই এর অংশ একটি পাতা।

অতীতে যা হয়ে গিয়েছে তা কোন ভাবেই এড়ানো সম্ভব নয়। কিন্তু সেই অতীত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যৎ অবশ্যই খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। মনোবল না হারিয়ে আগামীর জন্য নিজেকে প্রস্তুত করে তোলায় হল বুদ্ধিমানের কাজ। আজকে আমাদের এই প্রতিবেদনটি সে সমস্ত পড়ুয়াদের জন্য যারা রেজাল্ট খারাপ হওয়ায় হীনমন্যতায় ভুগছে।

যেসব পড়ুয়াদের মন মত রেজাল্ট হয়নি। বা অনেক কম নম্বরের কারণে অভিভাবক সহ প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের কাছে কথা শুনতে হচ্ছে তারা হতাশ না হয়ে নিজেরা আবার লক্ষ্য তৈরি কর। মন খারাপের লাভ বেশি নেই বরং ক্ষতি যা রয়েছে তা অপূরণীয়। তাই মন খারাপ না করে আগামীর জন্য নিজেকে আরো সঠিকভাবে প্রস্তুত করে তোলায় হল বুদ্ধিমানের কাজ।

প্রথমে যে কাজটি করতে হবে তা হল নিজের দুর্বলতা খুঁজে বের করতে হবে পরীক্ষায় নম্বর এসেছে কোন কারণে পড়াশোনার দুর্বলতার ছিল নাকি পরীক্ষার হলে গিয়ে লিখতে না পারা নিজের দুর্বলতা খুঁজে বের করে সে অনুযায়ী লাগাতার পরিশ্রম করতে থাকলে সাফল্য একদিন নিশ্চিত ধরা দেবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এখন বেশিরভাগ ক্ষেত্রে স্মার্টফোন হাতে থাকার কারণে পড়ুয়ারা পড়ায় মনোনিবেশ করতে পারেনা। সেক্ষেত্রে ভালো রেজাল্ট করা যদি একমাত্র লক্ষ্য হয় তাহলে পড়ার সময় ফোন ব্যবহার বা পাশে ফোন রাখা এড়িয়ে চলতে হবে।

প্রতিদিন একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে সে অনুযায়ী পড়তে হবে আর পড়ার সঙ্গে সঙ্গে লেখার উদ্দেশ্য গড়ে তুলতে হবে এতে পড়া মনে থাকার প্রবণতা বেশি হয়। লক্ষ্য ঠিক রেখে সেই অনুযায়ী পড়াশোনা করলে জয় নিশ্চিত।

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন