Sukanya Samriddhi Yojana 2023: ৬৩ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন কেন্দ্র সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা-তে আবেদন করে! পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Sukanya Samriddhi Yojana Apply, Age Limit, (সুকন্যা সমৃদ্ধি যোজনা, আবেদন পদ্ধতি, বয়সসীমা)

কেন্দ্র সরকার তথা ভারত সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। কন্যা সন্তানদের ভবিষ্যৎ তার বাবা মারা সুরক্ষিত করতে পারেন এই প্রকল্পের মাধ্যমে। এটি একটি দীর্ঘ মেয়াদী প্রকল্প। সন্তানের অভিভাবকরা এতে বিনিয়োগ করে তার মেয়ের বিবাহ এবং শিক্ষার জন্য অর্থ জমাতে পারেন। কেন্দ্র সরকার সম্প্রীতি এ প্রকল্পের সুদের হারও বাড়িয়েছে। আগে সুদের হার ছিল ৭.৬%, তা থেকে বাড়িয়ে করা হয়েছে ৮%-এ।

কত বিনিয়োগ করতে পারবেন?

সুকন্যা সমৃদ্ধি যোজনা হল একটি ২১ বছরের প্রকল্প। যদিও শুধু প্রথম ১৫ বছরের জন্যই অভিভাবকদের টাকা জমা দিতে হবে। টাকা জমা না দিয়েও ৬ বছরের জন্য সে একাউন্টটি চালু থাকে। এই প্রকল্পের অধীনে দশ বছরের কম বয়সী মেয়েদের অ্যাকাউন্ট তাদের বাবা মায়ের নামে শুধুমাত্র খোলা হয়। বছরে আড়াইশো টাকা থেকে দেড় লক্ষ টাকা আপনি এই প্রকল্পের মাধ্যমে জমা করতে পারবেন।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

Sukanya Samriddhi Yojana 2023: Scheme Name | সুকন্যা সমৃদ্ধি যোজনা ২০২৩: প্রকল্পের নাম

যে প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ১০ লক্ষ টাকা মেয়েদের দেবে তা হলো- সুকন্যা সমৃদ্ধি যোজনা

Sukanya Samriddhi Yojana 2023: Scheme Benifits | সুকন্যা সমৃদ্ধি যোজনা ২০২৩: প্রকল্পের সুবিধা

এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী যদি প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে জমা করেন, তাহলে মেয়াদ শেষে আপনি ৫ লক্ষ ৯২ হাজার টাকা। যদি প্রত্যেক মাসে ২,০০০ টাকা করে জমা করেন, তাহলে মেয়াদ শেষে আপনি পাবেন ১০ লক্ষ টাকা। যদি কোনো অভিভাবক প্রত্যেক মাসে ১২৫০০ টাকা করে জমা করেন, সেইক্ষেত্রে মেয়াদ শেষে তিনি পাবেন ৬৩ লক্ষ টাকা

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Sukanya Samriddhi Yojana 2023: Condition | সুকন্যা সমৃদ্ধি যোজনা ২০২৩: শর্ত

১) আপনি যদি এই যোজনায় অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনার পরিবারের কন্যা সন্তানের বয়স ১ বছর থেকে ১০ বছরের মধ্যে হতে হবে।

২) অভিভাবকদের প্রথম দুই কন্যা সন্তানদের নামে এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রথম কন্যা সন্তানের পরবর্তীতে দ্বিতীয়বার যমজ কন্যাসন্তান হলে, সেইক্ষেত্রে তিনটি কন্যা সন্তানের জন্যই এই যোজনার সুবিধা সুবিধা পাওয়া যাবে।

৩) ২৫০ থেকে সর্বোচ্চ ১২,৫০০ টাকা পর্যন্ত এই যোজনায় মাসিক প্রিমিয়াম জমা দেওয়া যাবে। আবেদনকারীকে সন্তানের ১৫ বছর হওয়া অবধি বিনিয়োগ করতে হবে। সন্তানের যখন ২১ বছর বয়স হবে তখন আবেদনকারী তার মোট জমাকৃত টাকা তুলে নিতে পারবেন। তবে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে তার বয়স ১৮ বছর হলে কিছু টাকা তোলা যাবে।

৪) ১০০০ টাকা জমা দিয়ে অভিভাবকদের এই যোজনায় অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় আবেদনকারীকে অভিভাবকের KYC এবং সন্তানের বার্থ সার্টিফিকেট প্রদান করতে হবে।

Sukanya Samriddhi Yojana 2023 Apply Online: | সুকন্যা সমৃদ্ধি যোজনা ২০২৩: আবেদন প্রক্রিয়া

১) এই যোজনায় নিজের সন্তানের নাম নথিভুক্ত করার জন্য আপনাকে আপনার নিকটবর্তী পোস্ট অফিস অথবা ব্যাংকে যোগাযোগ করতে হবে।

২) সেখানে গিয়ে আপনাকে আপনার সন্তানের বার্থ সার্টিফিকেট এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদনপত্রটি জমা করতে হবে।

Sukanya Samriddhi Yojana

Sukanya Samriddhi Yojana 2023: Last Date Of Apply | সুকন্যা সমৃদ্ধি যোজনা ২০২৩: আবেদনের শেষ তারিখ

কেন্দ্রীয় সরকারের অধীনে সুকন্যা সমৃদ্ধির যোজনার আবেদন প্রক্রিয়া বর্তমান চলছে। এই যোজনায় আবেদন করার শেষ তারিখ এখনও পর্যন্ত নির্ধারণ করা হয়নি। অর্থাৎ আপনি নিজের সময়মতো আপনার নিকটবর্তী পোস্ট অফিস অথবা ব্যাংক শাখায় গিয়ে আবেদন করতে পারবেন।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

FAQ: Sukanya Samriddhi Yojana 2023 (বাংলা আবাস যোজনা)

Q: Sukanya Samriddhi Yojana 2023 (সুকন্যা সমৃদ্ধি যোজনা ২০২৩)-এ আবেদন কিভাবে করতে হবে?

Ans: নিকটবর্তী পোস্ট অফিস অথবা ব্যাংকে যোগাযোগ করতে হবে।

Q: Sukanya Samriddhi Yojana 2023 (সুকন্যা সমৃদ্ধি যোজনা ২০২৩)-এ কত টাকা অনুদান দেওয়া হবে?

Ans: ১০ লক্ষ টাকা।

Q: Sukanya Samriddhi Yojana 2023 (সুকন্যা সমৃদ্ধি যোজনা ২০২৩)-এ আবেদন করতে গেলে কন্যা সন্তানের বয়স কত হতে হবে?

Ans: ১ বছর থেকে ১০ বছরের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *