প্রাইমারী শিক্ষক নিয়োগে B.Ed মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের! জানুন বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

সুপ্রিম কোর্টে (Supreme Court) B.ED কোর্স করে প্রাথমিকে শিক্ষক পদে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগ সংক্রান্ত মামলা এখনও রয়েছে বিচারাধীন। এই মামলার চূড়ান্তর রায় দানের উপর নির্ভর করছে কয়েক হাজার বেকার যুবকের ভবিষ্যৎ।

মধ্যপ্রদেশে এমনই একটি মামলা চলছে সুপ্রিম কোর্টে। আর সেই মামলার বিচারের দায়িত্বে রয়েছেন মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদ্বয় অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চ

এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফ থেকে উক্ত মামলা সংক্রান্ত চূড়ান্ত রায় জানানো হল। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে, দেশব্যাপী বিভিন্ন রাজ্যগুলিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ২০২৩ সাল থেকে ২০২৫ সাল অবধি জারি করা বিজ্ঞপ্তি গুলিতে বা জারি করা হবে এমন বিজ্ঞপ্তিতে মোট কত শূন্যপদ রয়েছে?

দেশের সকল রাজ্যগুলির থেকে ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ ২৫ সালের জারি করা বিজ্ঞপ্তি গুলিতে বাজারে করা হবে এমন বিজ্ঞপ্তি গুলিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট কত শূন্যপদ রয়েছে সেটি জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন👉: কলকাতা পুলিশের অধীনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে, রইলো সরাসরি আবেদনের লিংক

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now
FB IMG 1710455783558 Sarkari Barta

ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court) তরফ থেকে জানতে চাওয়া হয়েছে যে, ২০২৩ সালের ১১ই আগস্টের দেবেশ শর্মা ভার্সেস ইন্ডিয়ান ইউনিয়ন উক্ত মামলাটির চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পূর্বে নিযুক্ত B.ED প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের D.EL.ED কোর্স করা পড়ুয়াদের সমতুল্য করে তোলার উদ্দেশ্যে ব্রীজ কোর্স চালু রয়েছে কি না?

আরও পড়ুন👉: Money Making Tips: আপনার ভাগ্য বদলে যাবে বাড়িতেই এই কাজ শুরু করে

সুপ্রিম কোর্টের তরফ থেকে পরবর্তী শুনানির তারিখ ঘোষিত হয়েছে। পরবর্তী শুনানের তারিখ ১ এপ্রিল ২০২৪।

আরও পড়ুন👉:CAA Rules: CAA কীভাবে কার্যকর হবে? নাগরিকত্ব পেতে যে বিষয় জানা জরুরি

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন