Multibagger Stock: ১ বছরে দ্বিগুণ টাকা! TATA-র এই শেয়ারে মাল্টিব্যাগার রিটার্ন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৯) Multibagger Stock: টাটা গ্রুপের (Tata Group) অন্তর্ভুক্ত ট্রেন্ট লিমিটেড (Trent Limited) নামক কোম্পানি বিনিয়োগকারীদের (Investment) মাল্টিব্যাগার রিটার্ন (Multibagger Return) পরিষেবা প্রদান করছে। কেউ যদি উক্ত কোম্পানিতে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে তবে তা একবছরের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ এক বছর পর অর্থের পরিমাণ হবে ১০ লক্ষ টাকার বেশি। উক্ত কোম্পানির শেয়ারটির নাম ট্রেন্ট লিমিটেড শেয়ার (Trent Limited Share)।

(২/৯) ট্রেন্ট লিমিটেড (Trent Limited) হল টাটা গ্রুপের সৌন্দর্য ও ফ্যাশন প্রোডাক্ট ব্যবসা সম্পর্কিত একটি কোম্পানি। উক্ত কোম্পানির অন্যতম ব্র্যান্ডগুলির হল জুডিওওয়েস্টসসাইড। দেশব্যাপী উক্ত কোম্পানির রয়েছে পাঁচশোরও অধিক দোকান। টাটা গ্রুপের এই কোম্পানির রয়েছে ১ লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ।

(৩/৯) বিগত সপ্তাহে শুক্রবার ছিল শেষ ট্রেডিং দিন। উক্ত দিনে ট্রেন্ট লিমিটেড (Trent Limited) এমক্যাপ কোম্পানি পৌঁছেছে ১.০৫ লক্ষ কোটি টাকার রেকর্ডে। টাটা গ্রুপের কোম্পানির স্টক অল্প পরিমাণে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৯,৬৮০ টাকায়।

(৪/৯) ১৯৯৮ সালে টাটা গ্রুপের (Tata Group) অন্তর্গত ট্রেন্ট লিমিটেড (Trent Limited) কোম্পানি চালু করেন। ২০১৩ সালে ১৩ ডিসেম্বর অর্থাৎ ১০ বছর আগে এই ট্রেন্ট লিমিটেড (Trent Limited) কোম্পানির শেয়ারের দাম ছিল মাত্র ১০১ টাকা। বিগত সপ্তাহে শুক্রবার ট্রেন্ট লিমিটেড (Trent Limited) কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ২৯,৬৮০ টাকা

(৫/৯) টাটা গ্রুপের (Tata Group) ট্রেন্ট লিমিটেড (Trent Limited) কোম্পানির শেয়ার বিগত ৫ বছরে ৭২.২৫ % রিটার্ন দিয়েছে। উক্ত কোম্পানিতে বিনিয়োগকারীদের সম্পূর্ন রিটার্ন দেওয়া হয়েছে। ২০১৮ সালে, ২৮ ডিসেম্বর এই ট্রেন্ট লিমিটেড শেয়ারের দাম ছিল ৩৬১.৪০ টাকা

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৬/৯) চলতি বছরে অর্থাৎ ২০২৩ সালে টাটা গ্রুপের এই ট্রেন্ট লিমিটেড কোম্পানিতে বিনিয়োগকারীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় দ্বিগুণ। কোম্পানিটি এখনও অবধি বিনিয়োগকারীদের ১১৮.৬৪% মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে।

(৭/৯) ২০২২ সালে ২৬ ডিসেম্বর ট্রেন্ট লিমিটেড (Trent Limited) কোম্পানির শেয়ারের মূল্য ছিল ১৩৫৭.৫০ টাকা। এই মূল্য বৃদ্ধি পেয়ে বর্তমানে হয়েছে প্রায় দ্বিগুণ। ২০২৩ সালে অর্থাৎ এক বছরের মধ্যে ট্রেন্ট লিমিটেড শেয়ারের (Trent Limited Share) মূল্যে প্রায় ১৬১০.৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।

(৮/৯) শেয়ারবাজার একটি ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চয়তার বিনিয়োগ মাধ্যমে হিসাবে বিবেচনা করা হয়। এমনও একাধিক স্টক আছে, যেখানে বিনিয়োগ বিনিয়োগকারীদের ঝুঁকি প্রতিপন্ন হয়েছে। এবছর সেপ্টেম্বর মাসে ত্রৈমাসিকে ট্রেন্ট লিমিটেড কোম্পানি তার নিট মুনাফা ৫৬% বেশি অতিক্রম করেছে।

(৯/৯) বিশেষ দ্রষ্টব্য: উক্ত প্রতিবেদনটি কেবলমাত্র তথ্যের জন্য শেয়ার করা হয়েছে। তবে এ কথা স্মরণে রাখবেন যে স্টক মার্কেটে বিনিয়োগ অনিশ্চয়তা ও ঝুঁকি সম্পন্ন বিনিয়োগকারীদের অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষ পরামর্শ নেয়া উচিত এবং এই সম্পর্কিত সমস্ত বিস্তারিত তথ্য জেনে নেয়া উচিত SarkariBartai.com কাউকে স্টক মার্কেটে অর্থ বিনিয়োগে উৎসাহ দেন না।

গুরুত্বপূর্ণ লিঙ্কস (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন