৫ হাজারেরও বেশি শিক্ষক পদে নিয়োগ চলছে, বেশি সময় নেই, শীঘ্রই আবেদন করুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Teacher Recruitment: আপনি যদি সরকারি চাকরি খোঁজ করে থাকেন তবে আপনার জন্য রইল একটি সুখবর। আসামে নিয়োগ করা হবে ৫,০০০ বেশি শূন্যপদে শিক্ষক। তাই আপনি যদি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হন তবে তাড়াতাড়ি উক্ত পদের জন্য আবেদন করতে পারেন। যদিও উক্ত পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বেশ কিছুদিন আগে তাই শেষ তারিখ আসার আগেই ইচ্ছুক প্রার্থীরা করুন আবেদন।

আবেদন প্রক্রিয়া (Application Process):

উক্ত পদের জন্য আপনি অনলাইনের (Online) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে আসামের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ DEE আসামের ওয়েবসাইট dee.assam.gov.in লগইন করুন। উক্ত ওয়েবসাইট থেকে আপনি সহজেই বিজ্ঞাপনটি দেখে আবেদন করতে পারবেন।

শূন্যপদের সংখ্যা (Number of vacancy):

আসাম রাজ্যের শিক্ষা বোর্ডের তরফ থেকে ৫৫৫০ টি শূন্যপদে করা হবে শিক্ষক নিয়োগ।

পদের নাম (Name of the Post):

DEE-এর তরফ থেকে আসামের নিম্ন প্রাথমিক শিক্ষক এবং উচ্চ প্রাথমিক স্তরে করা হবে শিক্ষক নিয়োগ। উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক ১৭৫০ পদে করা হবে সহকারী শিক্ষক, বিজ্ঞান শিক্ষক এবং হিন্দি শিক্ষক নিয়োগ। ৩৮০০ টি শূন্যপদে করা হবে নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট dee.assam.gov.in দেখুন।

আরও পড়ুন: ১২ হাজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মান্যতা দিল সুপ্রিম কোর্ট

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process):

উক্ত পদে বেশ কয়েকটি ধাপে পরীক্ষার মাধ্যমে করা হবে প্রার্থী নিয়োগ। প্রথম পর্বের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। পরবর্তী পরীক্ষায় চূড়ান্ত ফল প্রকাশের পর যোগ্য প্রার্থীকে করা হবে নিয়োগ।

মাসিক বেতন (Monthly Salary):

উক্ত পদে নিয়োগ করা যোগ্য প্রার্থীকে প্রতি মাসে ১৪ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা অবধি বেতন পাবেন।

আবেদনের সময় সীমা (Last Date of Application):

উক্ত পদের জন্য আপনি ৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০২৪ অবধি আবেদন করতে পারবেন।

এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন