Teacher Recruitment 2024: ৫,১১৮ শূন্যপদে শিক্ষক নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি
Teacher Recruitment 2024: বেকার চাকরি প্রার্থীদের জন্য সুখবর। দিল্লি অধস্তন নির্বাচন বোর্ডের (DSSSB) তরফ থেকে ৫১১৮ টি শূন্যপদে স্নাতক শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করতে পারেন।
শূন্যপদের সংখ্যা (Number of Vacancy):
৫১৮৮ টি শূন্যপদে প্রশিক্ষিত স্নাতক শিক্ষক ও অঙ্কন শিক্ষক পদে শিক্ষক নিয়োগ করা হবে।
আবেদন ফি (Application Fees):
উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের জন্য আবেদন বাবদ ১০০ টাকা ধার্য করা হয়েছে। মহিলা প্রার্থী এবং তফসিলি জাতি, তফসিল উপজাতি, PWBD এবং প্রাক্তন সৈনিক প্রার্থীদের আবেদন বাবদ কোনো অর্থ লাগবে না।
নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process):
DSSSB বোর্ডের তরফ থেকে প্রশিক্ষিত স্নাতক শিক্ষক এবং অঙ্কন শিক্ষক পদের জন্য একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের নিয়োগ করা হবে শিক্ষক পদে।
আরও পড়ুন: রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে নিয়োগ চলছে, জানুন বিস্তারিত
আবেদন প্রক্রিয়া (Application Process):
উক্ত পদের জন্য আবেদন করতে আগ্রহী প্রার্থীরা নিচের পদ্ধতিগুলি অনুসরণ করুন:
১. উক্ত পদে আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট dsssb.delhi.gov.in লগইন করুন।
২. তারপর Apply Link-এ ট্যাপ করুন।
৩. এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
৪. এরপর সতর্কতার সাথে আবেদন ফরমটি পূরণ করুন এবং সমস্ত নথিগুলো আপলোড করুন।
৫. আবেদন বাবদ অর্থ জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন।
৬. সব শেষে ফর্মটির একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখুন।
উক্ত নিয়োগ সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbssc.org.in-এ নজর রাখুন।
DSSSB TGT Recruitment 2024: Vacancy Details:
S. No. | Post Name | Department | Total |
1 | TGT (Maths) Male | Directorate of Education | 540 |
2 | TGT (Maths) Female | Directorate of Education | 568 |
3 | TGT (Mathematics) | New Delhi Municipal Council | 11 |
4 | TGT (English) Male | Directorate of Education | 413 |
5 | TGT (English) Female | Directorate of Education | 379 |
6 | TGT (English) | New Delhi Municipal Council | 11 |
7 | TGT (Social Science) Male | Directorate of Education | 129 |
8 | TGT (Social Science) Female | Directorate of Education | 179 |
9 | TGT (Social Science) | New Delhi Municipal Council | 2 |
10 | TGT (Natural Science) Male | Directorate of Education | 183 |
11 | TGT (Natural Science) Female | Directorate of Education | 166 |
12 | TGT (Physical/Natural Science) | New Delhi Municipal Council | 5 |
13 | TGT (Hindi) Male | Directorate of Education | 75 |
14 | TGT (Hindi) Female | Directorate of Education | 110 |
15 | TGT (Hindi) | New Delhi Municipal Council | 7 |
16 | TGT (Sanskrit) Male | Directorate of Education | 477 |
17 | TGT (Sanskrit) Female | Directorate of Education | 141 |
18 | TGT (Sanskrit) | New Delhi Municipal Council | 13 |
19 | TGT (Urdu) Male | Directorate of Education | 265 |
20 | TGT (Urdu) Female | Directorate of Education | 356 |
21 | TGT (Urdu) | New Delhi Municipal Council | 5 |
22 | TGT (Punjabi) Male | Directorate of Education | 248 |
23 | TGT (Punjabi) Female | Directorate of Education | 307 |
24 | TGT (Punjabi) | New Delhi Municipal Council | 1 |
25 | Drawing Teacher | Directorate of Education | 527 |
26 | Drawing Teacher | Department of Social Welfare | – |
GRAND TOTAL | 5118 |
আবেদনের সময়সীমা (Last Date of Application):
উক্ত পদের জন্য ৮ ফেব্রুয়ারি ২০২৪ থেকেবেদনকারীরা আবেদন করতে পারবেন। যেটি ৮ মার্চ অবধি চলবে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়ালি ওয়েবসাইট dsssb.delhi.gov.in গিয়ে আবেদন করতে পারেন।