Bank Holidays: এই সময় টানা ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! ছুটির লিস্ট দেখে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) Bank Holidays: নানান উৎসব উপলক্ষে আগামী সপ্তাহের বিভিন্ন রাজ্যে থাকবে টানা ৩ দিন ব্যাংক ছুটি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) তরফ থেকে প্রকাশিত ব্যাংক ছুটির লিস্ট অনুযায়ী, এই জানুয়ারি মাসে সর্বমোট ১৬ দিন ছুটি থাকবে ব্যাংক।

(২/৬) সপ্তাহিক ছুটি এবং বিভিন্ন উৎসব উপলক্ষে ছুটিশ মিলিয়ে সর্বমোট জানুয়ারি মাসে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাংক। ১৫ জানুয়ারি সোমবার দিন মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যভিত্তিক বন্ধ থাকবে ব্যাংক।

(৩/৬) কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, সিকিমঅসমে উত্তরায়ন পূণ্যকলা, মকর সংক্রান্তি, পঙ্গল, মাঘ বিহু ইত্যাদি উৎসবের জন্য উক্ত রাজ্যগুলিতে ছুটি থাকবে ব্যাংক।

(৪/৬) মকর সংক্রান্তির জন্য একটানা ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক। ১৩ জানুয়ারি এই মাসের দ্বিতীয় শনিবার হাওয়ায় ব্যাংক ছুটি থাকবে। রবিবার সপ্তাহিক ছুটি। সোমবার ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে ব্যাংক ছুটি।

(৫/৬) রাজ্যভিত্তিক উৎসবের জন্য ভিন্ন ভিন্ন দিন ছুটি থাকে ব্যাংক। এই জানুয়ারি মাসে কবে কবে কোন কোন রাজ্যের ব্যাংকগুলো বন্ধ? জেনে নিন এই প্রতিবেদনে-

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now
তারিখ ছুটির স্থান
১. জানুয়ারি ১৬, মঙ্গলবারতামিলনাড়ুতে ব্যাংক বন্ধ।
২. জানুয়ারি ১৭, বুধবারচন্ডিগড় ও তামিলনাড়ুতে ব্যাংক বন্ধ।
৩. জানুয়ারি ২২, সোমবার মণিপুরে ব্যাংক বন্ধ।
৪. জানুয়ারি ২৩, মঙ্গলবারমণিপুরে ব্যাংক বন্ধ।
৫. জানুয়ারি ২৫, বৃহস্পতিবারতামিলনাড়ুর, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে ব্যাংক বন্ধ।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন:

👉 ৭০০০ জনকে চাকরি দেবে রাজ্য সরকার, কোন কোন দফতরে? জেনে নিন

👉 Business Ideas: চাকরির দ্বিগুণ আয় হবে মাত্র ২০ হাজার টাকায় এই ব্যবসাগুলো শুরু করে, জেনে নিন ব্যবসগুলো

👉 ১০ হাজার টাকা প্রতিমাসে পাবেন! পশ্চিমবঙ্গ সরকারের নয়া প্রকল্পে এভাবে নিন সুবিধা