SSC Recruitment Scam Breaking: WBSSC নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫৩জন শিক্ষকের চাকরি বাতিল করল হাইকোর্ট!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

হাইকোর্টের তরফ থেকে SSC-এর ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল বলে ঘোষিত হল। আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে, ২৩,৭৫৩ জনের চাকরি বাতিল করা হয়েছে। আদালত আরো জানিয়েছে যে, ‘মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনও চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয়’

আদালতের তরফ থেকে SSC নিয়োগ দুর্নীতি মামলায় সকল নিয়োগ বাতিল বলে ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও যারা চাকরি পেয়েছেন তাদের আগামী ৪ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ বেতন ফিরিয়ে দিতে হবে। এবং ৬ সপ্তাহের মধ্যে জেলা শাসকদের সেই টাকা সংগ্রহ করার কথা বলা হয়েছে।

এছাড়াও আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এই নিয়োগ সংক্রান্ত সকল মামলার তদন্তের দায়িত্বে থাকবে CBI। এই নিয়োগ সংক্রান্ত মামলার তদন্ত করতে গিয়ে যাকে যাকে প্রয়োজন তাকে তাকে হেফাজতে নিতে পারবেন সিবিআই (CBI)। এছাড়াও সিবিআই সেই সকল ব্যক্তিদেরও হেফাজতে নিতে পারবেন যারা অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল।

আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সকল OMR শীটের কপি ডাউনলোড করার জন্য। নতুন করে আবারও নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে SSC-কে। নির্বাচনের মধ্যে হাইকোর্টের এরূপ নির্দেশ বড়সড় ধাক্কার মুখে ফেলল রাজ্যকে।

আরও পড়ুন👉: Special train to Digha: গরমের ছুটিতে চালু হলো ৩টি দিঘা স্পেশাল ট্রেন, কোন কোন স্টেশন থেকে ছাড়বে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

SSC-এর দ্বারা গ্রুপ C, গ্রুপ D-র কর্মী নিয়োগের সাথে আঠে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেক দুর্নীতির অভিযোগ ওঠে। সংশ্লিষ্ট অভিযোগগুলি সত্য প্রমাণিত হলে অযোগ্য চাকরি প্রাপকদের কি হবে? বিগত ১৩ মার্চ সংশ্লিষ্ট মামলা চলাকালীন ২টি বিকল্প পন্থার কথা বলেন বিচারপতি দেবাংশু বসাক (Debanshu Basak)। প্রথম পন্থাটি হল, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে প্রমাণিত হলে সম্পূর্ণ নিয়োগ বাতিল করা হতে পারে। আর দ্বিতীয় পন্থাটি হল বাতিল হতে পারে সম্পূর্ণ নিয়োগের কিছু অংশ।

গত ১৩ মার্চের দিন বিচারপতি দেবাংশু বসাক (Debanshu Basak) ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির (Mohammed Shabbor Rashid) ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানানো হয় যে, একটি ঝুড়িতে একটি পচা অ্যাপেল থাকলে সেই সকল আপেলকে পচাতে পারে। অসৎ ভাবে চাকরি পেলে কি করা উচিৎ?

আরও পড়ুন👉: India Post Office Recruitment 2024: মাধ্যমিক পাশে সরাসরি পোস্ট অফিসে নিয়োগ চলছে, আবেদন করলেই চাকরি

শূন্যপদ পূরণ করতে অযোগ্যদের কোনো দেওয়া হবে চাকরি? অযোগ্য ব্যক্তিরা কি শিক্ষা দেবেন? যদি সমস্তটা অবৈধ হয় তবে যেটা পরিণতি সেটাই করা হবে। ডিভিশন বেঞ্চের তরফ থেকে আরও বলা হয় যে, কমিশনকে বিশ্বাস করতে না পারলে সমগ্র প্যানেলকে বাতিল করা উচিত, এমনটাই বলে হয় আদালতের তরফে।

আরও পড়ুন👉: কেউ IIT স্নাতক কারও আছে বিদেশি ডিগ্রি! তবুও বহু টাকা বেতনের চাকরি ছেড়েছেন যে সন্ন্যাসীরা

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ! বিস্তারিত জেনে নিন