পুরুষদের ৬০০০ ও মহিলাদের ১২০০০ টাকা দেবে কেন্দ্রীয় সরকার! কারা পাবেন? জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পুরুষদের ৬০০০ এবং মহিলাদের ১২,০০০ টাকার অনুমোদন দেওয়া হবে। জানুন কারা এই অনুমোদন পাওয়ার যোগ্য?

(১/৫) জনগণের মঙ্গল আরতি একের পর এক নিত্য নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার (Government of India)। কেবলমাত্র কেন্দ্রীয় সরকার নয় রাজ্য সরকারের তরফ থেকেও চালু হয়েছে একাধিক নিত্য নতুন জনহিতকার প্রকল্প। তবে এবার কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে চালু হলো পিএম কিষান যোজনা প্রকল্প।

(২/৫) বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের (খরা, বন্যা) সময় প্রভূত ক্ষতির সম্মুখীন ভারতীয় কৃষকরা। ভালো ফসল না হওয়ায় দারিদ্রের কারণে সচরাচর কানে আসে কৃষকের আত্মঘাতী হওয়ার ঘটনা। এই ঘটনার পুনরাবৃত্তি কমাতে এবং কৃষকদের সমস্যা সমাধানের জন্যই কেন্দ্রীয় সরকারের (Government of India) তরফ থেকে চালু হয়েছে পিএম কিষান যোজনা (PM Kisan Yojana) প্রকল্প। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পের আয়তভুক্ত কৃষকদের বার্ষিক ৬০০০ টাকার আর্থিক অনুমোদন প্রদান করা হবে। তবে এই অর্থরাশি একই সাথে অ্যাকাউন্টে আসে না কৃষকদের।

(৩/৫) কেন্দ্রিয় সরকারের তরফ থেকে এক বছরে ৩ বার ২০০০ টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় টাকা। সম্প্রতি গুঞ্জন উঠেছে পিএম কিষান যোজনায় কৃষকদের প্রদত্ত অর্থের পরিমাণ ডবল করা হবে। উক্ত প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার তরফ থেকে দেশব্যাপী ১১.৮ কোটি কৃষক আর্থিক অনুমোদন পেতে থাকেন।

(৪/৫) তবে এরমধ্যেই এই প্রকল্পের আওতাভুক্ত কৃষকরা ১৫ টি কিস্তির টাকা পেয়েছেন। এবার তারা পেয়ে চলেছেন ১৬ তম বারের টাকা। তবে গঞ্জন উঠেছে এবছর থেকে উক্ত প্রকল্পের অধীনে কৃষকরা ১২,০০০ টাকা অনুমোদন পাবেন।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৫) তবে সমস্ত কৃষক এই সুবিধা পাবেন না। শুধু মাত্র মহিলা কৃষকরা এই প্রকল্পের আওতায় পাবেন বার্ষিক ১২ হাজার টাকা অনুমোদন। তবে ভবিষ্যতে এই প্রকল্প সম্পর্কিত বিস্তারিত তথ্য সামনে আসবে বলে অনুমান করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন