Holiday: ফের এই দিন স্কুল-কলেজে সরকারি ছুটি ঘোষণা, বিজ্ঞপ্তি জারি করলো সরকার

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

ছুটি থাকবে রাম নবমীর (Ram Navami) দিনও। রাজ্যের তরফ থেকে ঘোষিত হয়েছে নতুন ছুটি। আগামী ১৭ এপ্রিল বুধবার দিন রয়েছে রাম নবমী। ওই দিন রাজ্য যুগের সরকারি স্কুল, কলেজ, কার্যালয় গুলিতে থাকবে ছুটি। রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে এমনই নির্দেশ জারি করা হয়েছে।

এর মধ্যে প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের (Government of West Bengal) ছুটির তালিকা সহ ক্যালেন্ডার। লোকসভার ভোটের পূর্বে রামনবমীর (Ram Navami) দিন ছুটি ঘোষিত হওয়ায় একাংশ মানুষ মনে করছেন এই ঘটনার পশ্চাতে রয়েছে রাজনৈতিক গুরুত্ব। রামনবমী উপলক্ষে ওই দিন রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি থাকবে বন্ধ।

এই রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটির তালিকা সংযোজিত হল আরো একটি ছুটি। এটি সরকারি কর্মচারী থেকে শিক্ষার্থী সকলের কাছেই একটি ভালো খবর। যদিও নতুন করে এই ছুটির ঘোষণা নিয়ে রাজনৈতিক তরজা বেশ হবে বলেই মনে করছেন অনেকেই। বাংলা নতুন বর্ষের সূচনা অর্থাৎ ১লা বৈশাখ হচ্ছে আগামী ১৪ এপ্রিল রবিবার দিন।

পশ্চিমবঙ্গের (West Bengal) নববর্ষের দিন ছুটি থাকে সরকারি কার্যালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান। তবে এবছর নববর্ষের সূচনা হচ্ছে রবিবারে। যেহেতু রবিবার দিন ছুটি থাকে তাই পয়লা বৈশাখের জন্য বাড়তি কোনো ছুটি দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন👉: Monsoon 2024: বড় খবর আবহাওয়া দফতরের! বর্ষাকাল শুরু কবে থেকে জানিয়ে দিল SKYMATE

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি, সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে করে বলা হয়েছে যে, আগামী ১৭ এপ্রিল বুধবার রাম নবমী (Ram Navami) উপলক্ষে জরুরী পরিষেবা বাদ দিয়ে রাজ্যের সমস্ত সরকারি কার্যালয় এবং সরকার অনুদিত প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে। সংশ্লিষ্ট দিন সরকারি এবং সরকার স্বীকৃত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস বন্ধ থাকবে। চলতি বছর এই প্রথমবার রামনবমী উপলক্ষে ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) এই সিদ্ধান্তকে কার্যত নজরবিহীন বললেও চলে।

আরও পড়ুন👉: SBI Loan: গ্যারেন্টার ছাড়াই শুধু আধার কার্ডে ৯ লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছে SBI! কী ভাবে আবেদন করবেন?

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: এবার এই নতুন উপায়ে ব্যাঙ্কে টাকা জমা করা যাবে, জেনে নিন কীভাবে