Heat Wave: এই ৫ জেলায় তাপপ্রবাহের জন্য সতর্কতা জারি হল! এর থেকে বাঁচতে কী কী করেবন? রইলো বিস্তারিত
আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী কয়েকদিনের জন্য দক্ষিণবঙ্গের কিছু জেলার উদ্দেশ্যে জারি করা হয়েছে সতর্কবার্তা। আগামী কয়েকদিনের তাপমাত্রার মান কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।
চলতি বছর ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল অবধি পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), বীরভূম (Birbhum), ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম বর্ধমান (West Bardhaman), পূর্ব বর্ধমান (East Bardhaman) জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে স্পেশাল বুলেটিন জানিয়েছে আবহাওয়া দপ্তর। ওই দিনগুলিতে সংশ্লিষ্ট জেলাগুলিতে তাপমাত্রার বৃদ্ধি পেয়ে হতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস (৪০°C)। আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা বর্তমানে নেই।
মূলত শুষ্ক তাপ প্রবাহের কারণে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। ওই দিনগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা সর্বাধিক প্রায় ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগামী তিনদিন বাংলা সহ পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।
দক্ষিণবঙ্গে জারি হল তাপ প্রবাহের সতর্কতা:
১ এপ্রিল ২০২৪ (হলুদ): দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে আর্দ্র ও অস্বাস্থ্যকর আবহাওয়া।
২ এপ্রিল ২০২৪ (হলুদ): দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিরাজমান আর্দ্র ও অস্বাস্থ্যকর আবহাওয়া।
৩-৫ এপ্রিল: পুরুলিয়া ও বাঁকুড়ার কয়েকটি জায়গায় প্রচন্ড তাপপ্রবাহের পরিস্থিতির সৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা সহ বাকি জেলা গুলিতে থাকতে পারে আর্দ্র ও অস্বাস্থ্যকর আবহাওয়া।
আরও পড়ুন👉: বিরাট বার্তা Jio, Airtel ও VI গ্রাহকদের জন্য! ১৫ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই পরিষেবা
কি কি প্রভাব পড়তে পারে?
১. উক্ত দিন গুলিতে থাকবে উচ্চ তাপমাত্রার হার।
২. তাপমাত্রা সাধারণ মানুষের জন্য সহনীয় হলেও শিশু বয়স্ক এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তি, দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি ও মাঝারি স্বাস্থ্যের ব্যক্তিরা এবং দীর্ঘ সময় ধরে রোদে কাজ করা ব্যক্তিদের ওপর প্রভাব পড়তে পারে।
৩. সকাল ১১টা থেকে বিকেল ৪টে সময়ের মধ্যে হিট ক্র্যাম্প, হিট ফুসকুড়ি দ্বারা মানুষজন আক্রান্ত হতে পারে।
আরও পড়ুন👉: ৯৬ হাজার ৭৩৬ শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! বিস্তারিত জেনে নিন
যেগুলি করণীয়:
১. অনেক সময় ব্যাপী তাপ এক্সপোজার থেকে দূরে থাকুন।
২. একদম হালকা ওজনের, হালকা রঙের সুতির বস্ত্র পরিধান করুন।
৩. কাপড়, টুপি অথবা ছাতা ব্যবহার করে নিজের মাথা ঢেকে রাখুন।
৪. শরীরের জলের পরিমাণ বজায় রাখতে তৃষ্ণার্ত না হলেও অধিক পরিমাণে জল পান করুন।
৫. ORS সেবন করুন। ঘরে তৈরি বিভিন্ন ড্রিঙ্কস যেমন- লেবু জল, লস্যি, বাটার মিল্ক, তোরানি ইত্যাদি সেবন করুন এতে শরীর হাইড্রেট থাকে।
৬. সাধারণ মানুষ থেকে কর্মীরা সরাসরি সূর্যালোক এড়িয়ে চলুন।
৭. দিনের শীতল সময় কঠোর সময় সূচি তৈরি করুন।
৮. বাইরে কাজের ক্ষেত্রে বিশ্রাম বিরতির সময় বাড়ান।
৯. গর্ভবতী কর্মী এবং চিকিৎসাধীন অসুস্থ ব্যক্তিদের অতিরিক্ত গুরুত্ব দিন।
আরও পড়ুন👉: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর বড় মন্তব্য! নিয়োগ নিয়ে কী বললেন তিনি?
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: Lakshmir Bhandar: আরও বেশি টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে! রইল আবেদন পদ্ধতি।