সামনে বড় বিপদ স্মার্টফোন গেমারদের! সতর্কতা জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
Smart Phone Gaming: সাইবার প্রতারণা (Cyber Crime) বা অনলাইন জালিয়াতি রুখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার (Government of India)। কিন্তু তা সত্বেও বেড়েই চলেছে সাইবার প্রতারণা। প্রযুক্তির (Technology) উন্নতির সাথে সাথে সাইবার প্রতারণা (Cyber Crime) দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এই প্রতারণা থেকে বাঁচতে ভারত সরকারের (Government of India) পক্ষ থেকে গেমারদের (Gamer) উদ্দ্যেশ্যে জারি করা হয়েছে সতর্ক বার্তা। তবে এর পাশাপাশি সাধারণ মানুষকেও থাকতে বলা হচ্ছে সতর্ক। উক্ত সতর্ক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Central Home Ministry)তরফ থেকে প্রতারণা থেকে বাঁচতে কিছু সুরক্ষা টিপস উল্লেখ করা হয়েছে। প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন?জানুন বিস্তারিত।
কীভাবে করা হচ্ছে প্রতারণা?
বর্তমানে প্রতারকগণ মানুষকে একাধিক পদ্ধতিতে প্রতারিত করছে। তবে তাদের টার্গেট গেমিং প্ল্যাটফর্ম (Gaming Platform) গুলি। সেখানেই হচ্ছে সর্বাধিক প্রতারণা। প্রতারকগণ গেমারদের কাছে একটি লিংক প্রেরণ করছে। উক্ত লিংকে প্রবেশ করলেই সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক ব্যালেন্স (bank balance)। এর সাথেই লঙ্ঘিত হচ্ছে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা। গেমাররা অনেক সময় গেম খেলতে খেলতে প্রবেশ করেন একাধিক লিংকে আর প্রতারিত হন, তাই সরকারের পক্ষ থেকে গেমারদের করা হচ্ছে সতর্ক।
স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া টিপস:
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে প্রতারণা রুখতে জারি করা হয়েছে সতর্কবার্তা। উক্ত সতর্কবার্তায় প্রতারণার হাত থেকে বাঁচার জন্য দেওয়া হয়েছে কিছু টিপস। প্রথমেই আপনাকে স্মরণ রাখতে হবে, কোন অজানা লিংকে ক্লিক করা যাবে না। কোন অজানা লিংকে ক্লিক (Unknown Link) করার আগে, সবদিক ভেবে নিন, কারণ এই অজানা লিংক আপনাকে একটি ভিন্ন পেজে নিয়ে যায়। যেখানে থাকে পপআপ; যেটি আপনার সমস্ত ডেটা চুরি করতে সক্ষম।
আরও পড়ুন: ৫ হাজারেরও বেশি শিক্ষক পদে নিয়োগ চলছে, বেশি সময় নেই, শীঘ্রই আবেদন করুন
নিজেকে নিরাপদ রাখুন:
১. এবার থেকে আরও বেশি সুরক্ষিত থাকতে হবে গেমারদের। কারণ গেমিংয়ে সর্বাধিক পরিমাণ প্রতারণা স্বীকার হয়ে থাকে মানুষ। গেম খেলতে খেলতে কোনো অজানা লিংকে ক্লিক (Unknown Link) করার দারুন ঘটে যায় প্রতারণা।
২. কেবলমাত্র অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ Play Store এবং App Store থেকেই গেম ডাউনোড বা ইন্সটল করা উচিত।
৩. কোন অ্যাপ ডাউনলোড করার পূর্বে অ্যাপ সম্পর্কিত যাবতীয় তথ্য জানুন। আপনি যে স্থান থেকে একটি ডাউনলোড করছেন উক্ত অ্যাপে একটি সম্পর্কিত রিভিউ পড়ুন এবং তারপরই উক্ত অ্যাপটি ফোনে ইন্সটল করুন।
৪. গেমিংয়ের সময় কোন অজানা ব্যক্তির সাথে কথা বলা অথবা তথ্য শেয়ার করা এড়িয়ে চলুন।