Higher Secondary: বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস! বিষয়গুলিতে কী কী বদল ঘটছে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) সিলেবাস পরিবর্তনের (Syllabus Change) পরিকল্পনা পূর্বেই করা হলেও সম্প্রতি জানা যাচ্ছে যে, এবার থেকে পরিবর্তন হয়ে হবে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। বিকাশ ভবন থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস পরিবর্তনের অনুমোদন পাশ হল। ২০২৪ সালে যে সমস্ত পরিবার একাদশ শ্রেণীতে পঠন পাঠন শুরু করবে, তাদের পঠন পাঠন শুরু হবে নতুন সিলেবাস অনুসারে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যে সমস্ত পড়ুয়ারা পরীক্ষা দেবে তাদের নতুন সিলেবাস (New Syllabus) অনুসারে পরীক্ষা দিতে হবে।

বিকাশ ভবন থেকে সিলেবাস পরিবর্তনের অনুমোদন পাওয়ার পর বাজারে আসতে চলেছে নতুন বই। নতুন পাঠক্রম অনুযায়ী প্রস্তুত বই খুব তাড়াতাড়ি বাজারে পাওয়া যাবে। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতিতেও বদল হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) ক্ষেত্রে শুরু হয়েছে সেমিস্টার সিস্টেম। যদিও অফিশিয়ালি পাঠক্রম পরিবর্তনের কোনো ঘোষণা হয়নি।

উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রায় ১২ বছর পূর্বে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বেশ কিছু বদল করা হয়েছিল। এবার আবারও পরিবর্তন হতে চলছে পাঠ্যক্রমে। সূত্রের খবর অনুযায়ী বাংলা (Bengali) ও ইংরেজি (English) পাঠক্রমের অধিকাংশই পরিবর্তন করা হচ্ছে। তবে বিজ্ঞানের ক্ষেত্রে তেমন একটা পরিবর্তন করা হচ্ছে না।

প্রাপ্ত খবর অনুযায়ী, ইতিহাস পাঠ্যক্রমও আরো আধুনিক (Modern History) করা হবে। শিক্ষাবিদদের মত অনুসারে ইতিহাস পাঠক্রম থেকে বাতিল করা হচ্ছে প্রাচীন ইতিহাসের (Ancient History) একটি বড় অংশ। স্বাধীনতা পরবর্তী ঘটনাগুলির বেশি ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনার উল্লেখও থাকবে ইতিহাস (History) পাঠ্যক্রমে। ভারতে অনুষ্ঠিত জি ২০ সম্মেলনের কথা উল্লেখ থাকতে পারে নতুন পাঠ্যক্রমে।

আরও পড়ুন: Money: ভারতের ১ টাকা ৫০০ টাকার সমান বিশ্বের কোন দেশে জানেন? উত্তর জানলে চমকে যাবেন!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

প্রাপ্ত খবর অনুযায়ী বাংলা (Bengali) ও ইংরেজি (English) পাঠ্যক্রমের প্রায় সকল গদ্য ও পদ্য বদলে যাচ্ছে। কমার্স (Commerce) বা বাণিজ্যিক বিভাগের পাঠ্যক্রমে আধুনিক বিষয়ের ওপর বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে। অনুমান করা হচ্ছে জিএসটি (GST) থাকতে পারে নতুন পাঠ্যক্রমের তালিকায়। বিজ্ঞান বিভাগের (Science Department) পাঠ্যক্রমে তেমন একটা পরিবর্তন লক্ষ্যণীয় নয়। যদিও এই মাসেই অফিশিয়ালি জানানো হবে নতুন পাঠ্যক্রমে (New Syllabus) কি কি থাকছে।

২০২৫ শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সেমিস্টার সিস্টেম (Semester System)। উক্ত সিস্টেম অনুসারে, ২ বছরে অনুষ্ঠিত হবে ৪বার পরীক্ষা। দুটো সেমিস্টার মিলিয়ে মোট নাম্বারের গড়ে করে প্রকাশিত হবে পরীক্ষার রেজাল্ট।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন