Madhyamik Exam 2024: মাধ্যমিক পরীক্ষার খাতায় মেনে চলতে হবে এই নিয়ম, বিশেষ টিপস পরীক্ষার্থীদের জন্য়

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৫) ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024)। আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরই শুরু হতে চলেছে ছাত্র জীবনের প্রথম বড়ো পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। এই মাধ্যমিক পরীক্ষার খাতায় একাধিক পরীক্ষার্থী বহু ভুল করে। পরীক্ষার খাতায় করা ভুল পরীক্ষার্থীরা কিভাবে ঠিক করবে। পরীক্ষার্থীরা কিভাবে খাতায় লিখলে ভুল হবে না সেটির বিস্তারিত তথ্য তুলে ধরেছেন পশ্চিম মেদিনীপুরের বেলদা গঙ্গাধর একাডেমির শিক্ষক বিজন ষড়ঙ্গী

(২/৫) পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পর থেকেই পরীক্ষার খাতায় একাধিক ভুল করে বসে পরীক্ষার্থীরা। যে জন্য পরীক্ষার্থীরা তাদের আশানুরূপ ফল পান না। কিভাবে মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) খাতায় লিখলে বেশি ভালো ফল পাওয়া যাবে? তারই বর্ণনা দিলেন এক শিক্ষক।

(৩/৫) শিক্ষক বিজন ষড়ঙ্গী বলেন, মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) শুরু হওয়ার ১৫ মিনিট আগেই পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হয় পরীক্ষার খাতা। কেলবমাত্র উক্ত খাতায় যাতে পরীক্ষার্থীরা নির্দিষ্ট স্থানে নাম (Name), রোল (Roll), নম্বর (Number)এবং রেজিস্ট্রেশন নাম্বারটি (Registration Number) সঠিকভাবে লিখতে পারে তার জন্য। তারপর পরীক্ষার খাতাটি চারদিক থেকে মুড়ে বা মার্জিন (Margin) টেনে নিতে হবে।

(৪/৫) পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পর যে দাগের উত্তর লিখবে তার দাগ নম্বর আগে বাম দিকে লিখে তারপর উত্তর লেখা শুরু করতে হবে। যদি পরীক্ষার্থী পার্ট নম্বরের উত্তর লেখে সেক্ষেত্রেও দিতে হবে দাগ নম্বর। তাহলে পরীক্ষার খাতায় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কম। এর সাথেই যদি পরীক্ষার খাতায় প্রতিটা লাইনের মধ্যে যদি নির্দিষ্ট গ্যাপ রেখে লেখা হয় তবে তা দেখতে ভালো হয় এবং পরীক্ষকের বুঝতে অসুবিধা হয় না। যার ফলে পরীক্ষার্থীদের ভালো ফল করা সহজ হয়।

আরও পড়ুন: ২৫,০০০ টাকা প্রতি মাসে দেবে পোস্ট অফিস, এই স্কিম সম্পর্কে জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৫) পরীক্ষার্থীদের প্রয়োজনে যদি পরে লুজ শিটের প্রয়োজন হয় তবে লুজ শিটের উপর পরীক্ষার্থীর নাম (Candidate Name), রোল নম্বর (Roll Number) এবং লুজ শিট নম্বর (Loose Sheet Number) লিখতে হয়। এই কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) খাতাটি যেমন হবে ত্রুটিমুক্ত, তেমনই পরীক্ষায় ভালো ফল করা সহজ হয়।

আরও পড়ুন: IPL শুরু হবে এই দিন থেকে! বড় সিদ্ধান্ত নিতে চলেছে BCCI

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন