Job offers: এই চাকরিতে ঘন্টায় ১২০০ টাকা রোজগার! সাথে খাবার সহ ইন্টারনেটের সুবিধাও

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৫) বৃটেনের ওয়েলসের বার্থডে দ্বীপে ওয়ার্ডেন পদের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চ বেতনে প্রার্থীদের নিয়োগ করা হবে। ঘন্টায় ১২০০ টাকা প্রদান করা হবে। তবে প্রার্থীদের চাকরিসূত্রে ওখানে থেকে কাজ করতে হবে। প্রার্থীদের উত্তর ওয়েলসের লিন উপদ্বীপের উপকূলের বার্ডসে দ্বীপে থেকে কাজ করতে হবে। কাজের সূত্রে তারা নৌকা ভ্রমণ সহ অন্যান্য বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে।

(২/৫) যাদের এই কাজে নিয়োগ করা হবে তাদের খাবার জন্য আলাদা করে চিন্তা করতে হবে না, কারণ সেখানে খাবার সুবিধা সহ ইন্টারনেটের সুবিধাও থাকবে। স্কাই নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে এই দ্বীপটি ০.৬৯ বর্গমাইল জুড়ে বিস্তৃত আর এখানে জনসংখ্যা রয়েছে মাত্র ১১ জন। অনেকে বলেন যে এটি নাকি জাদুকর মার্লিনের সমাধি স্থল। এখানে থেকে কাজ করার জন্য আইল্যান্ড ট্রাস্টের তরফ থেকে চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

(৩/৫) তবে সংশ্লিষ্ট পদে প্রার্থীদের শক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে এই চুক্তির মেয়াদ থাকবে ১ মার্চ ২০২৪ থেকে ৩০ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত। এই দ্বীপে বিদ্যুৎ সরবরাহ হয় সোলার প্যানেলের মাধ্যমে যার সীমিত অ্যাকসেসের পরিমাণ ১১.৪৪ পাউন্ড। এই চাকরিতে যাদের নিয়োগ করা হবে ঘন্টায় তাদের প্রায় ১২০০ টাকা করে বেতন প্রদান করা হবে। এই বিদ্যুতের মাধ্যমে সেখানে লাইট, ফ্রিজ ও ইন্টারনেট রাউটার ইত্যাদি চালানো হবে।

(৪/৫) ব্রিটেনের যে সবচেয়ে লম্বা বর্গাকার আকৃতির টাওয়ার রয়েছে যেটি ৩০ মিটার (৯৮ ফুট) লম্বা এবং ২০০ বছরের বেশি পুরনো সেটি এই দ্বীপেই অবস্থিত। এই দ্বীপটি ১৭৭৯ সালে ট্রাস্ট কিনে নিয়েছিল আর বর্তমান মালিকানা এখন এর হাতেই রয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ দিনাজপুর জেলায় চাকরির সুযোগ! কোন পদে, কত বেতনে নিয়োগ হবে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৫) এরপরে আবার গতবছর ডার্ক স্কাই অভয়ারণ্যের মর্যাদা পেয়ে ইউরোপের প্রথম স্থান অর্জন করেছে দ্বীপটি। সংশ্লিষ্ট পদে যারা আবেদন করতে চায় তাদের যোগ্যতা হিসেবে ইংরেজি এবং ওয়েলস ভাষা জানতে হবে এর সঙ্গে সঙ্গে আবেদনকারী প্রার্থীদের ড্রাইভিং জানা আবশ্যক।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন