Lok Sabha Vote 2024: ভোটার কার্ড না থাকলেও এরা ভোট দিতে পারবেন, বিশেষ ব্যবস্থা ইলেকশন কমিশনের
লোকসভা ভোট (Lok Sabha Election 2024) শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। সামনে ঈদ পেরোলেই আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা ভোট। এবারে সাত দফায় এই ভোট অনুষ্ঠিত হবে আর প্রথম দফার ভোট শুরু হবে ১৯ তারিখ থেকে।
দেশের মোট ১০২টি আসনে ভোট গ্রহণ করা হবে ঐদিন। তার মধ্যে বাংলার তিনটি আসন রয়েছে সেগুলি হল কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। স্পেশাল পুলিশ পর্যবেক্ষক এই তিন জেলায় মঙ্গলবার-ই পৌঁছে যাবেন।
আর প্রথম দফায় যেসব জেলায় ভোট গ্রহণ হবে সেই জেলাগুলি নিজে পরিদর্শন করবেন। জেলা একাধিক পরিবেশ ও পরিস্থিতি তারা যাচাই করে দেখবেন আর ভোট সংক্রান্ত বিষয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা করবেন।
প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফ থেকে বিশেষ নির্দেশিকা প্রদান করা হয়েছে। ভোটার কার্ড, আধার কার্ড-সহ ভারতীয় নাগরিকত্বের পরিচয় স্বরূপ যে ১০ টি নথি রয়েছে তার মধ্যে যদি কারো একটিও না থাকে তাহলে তাহলে বিএলও বা ব্লক লেভেল অফিসাররা তাদের একটি স্লিপ দেবে।
আরও পড়ুন👉: ভোট দেবেন না? এরা ভোট না দিলেই জরিমানা!
আর এই স্লিপের মাধ্যমেই ভোটদান করতে পারবে তারা। জলপাইগুড়ির প্রাকৃতিক দুর্যোগের ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, জলপাইগুড়ি জেলায় প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে সেখানকার মানুষ নিজেদের গুরুত্বপূর্ণ নথি হারিয়ে ফেলেছেন। সেখানে যে পরিমাণ ঝড় হয়েছে সেই অবস্থায় গুরুত্বপূর্ণ নথিগুলি কোথায় উড়ে যায় তার হদিস কেউ জানে না। আর এই অবস্থায় নথিগুলি ঠিক থাকারও কথা না।
আরও পড়ুন👉: ৩৮ হাজার ৩১৫ টাকা বেতনে ব্যাংকে প্রচুর নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করুন
কিন্তু সামনে যেহেতু ভোট আসছে আর তাদের কাছে কোন নথিপত্র নেই তাই তাদের জন্য কিছু একটা করা প্রয়োজন। আর ভোট হল প্রত্যেকটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার। তাই তাদের বর্তমান পরিস্থিতি ও ভোটের ব্যাপারটি মাথায় রেখেই এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন👉: গরমে বিদ্যুতের বিল নিয়ে চিন্তায়? এই ৫ পদক্ষেপে বিল এক ধাক্কায় কমে যাবে!
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: Fraud Call: সাবধান! এই নম্বর থেকে ফোন এলে ভুলেও ধরবেন না, সতর্ক করল কেন্দ্র সরকার