WB Weather Update: ১লা বৈশাখেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আগামী ৭দিন ধরে বৃষ্টি হবে এই জেলাগুলিতে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

দক্ষিণবঙ্গে বসবাসকারী মানুষদের কাছে এই চলতি সপ্তাহের সূচনাটা হয়েছিল বেশ স্বস্তিতেই।আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজকের এই প্রতিবেদনে জেনে নিন বাংলা নতুন বর্ষের সূচনার দিন অর্থাৎ নববর্ষের দিন কেমন থাকবে আবহাওয়া।

গতকাল ঈদের দিন অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২.৩°C। স্বাভাবিক তাপমাত্রা থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, এরাজ্যের কোথাও আগামী ৭ দিন তাপপ্রবাহের সম্ভাবনা নেই। তবে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ১৮ এপ্রিল বৃহস্পতিবার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায়?

আবহাওয়া দপ্তরের খবর অনুসারে, কলকাতায় থাকতে পারে হালকা মেঘলা আকাশ। সেইসঙ্গে হতে পারে হালকা বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলায় হতে পারে হালকা বৃষ্টিপাত। পাশাপাশি হতে পারে বজ্র বিদ্যুৎ ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, মুর্শিদাবাদবীরভূম জেলায় আগামী শনিবার অবধি চলবে হালকা ও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংপং জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে মালদা দুই দিনাজপুর জেলায়।

রবিবার দিন উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি ছাড়া তেমন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে সোমবার দিন উত্তরবঙ্গের সকল জেলায় হতে পারে বৃষ্টিপাত। রাজস্থান থেকে বাংলাদেশ অবধি বিস্তৃত রয়েছে অক্ষরেখা সেই কারণে সেখানে বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার অবধি এই বৃষ্টিপাত হওয়ায় সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

থাকবে না তেমন তাপ প্রবাহ:

গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অঞ্চলে আগামী কয়েক দিন শুষ্ক ও উষ্ণ আবহাওয়া থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুসারে, আগামী ৭দিন কোথাও তাপপ্রবাহের কোন সতর্কতা নেই। তবে শনিবার থেকে বৃদ্ধি হবে পশ্চিমাঞ্চলের জেলা এবং গাঙ্গেয় বঙ্গের তাপমাত্রা।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন